ETV Bharat / bharat

দিল্লিতে ISIS সন্দেহভাজন গ্রেপ্তারের ঘটনায় লখনউয়ে আটক 3 - UP ATS

পুলিশ জানতে পারে, লখনউয়ের কাকোরি থানা এলাকায় আবু ইউসুফ নামে এক ব্যক্তি নিখোঁজ । এর সঙ্গে দিল্লিতে ISIS সন্দেহভাজন গ্রেপ্তারির কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে লখনউ পুলিশ ।

ISIS
ISIS
author img

By

Published : Aug 23, 2020, 8:00 PM IST

লখনউ, 23 অগাস্ট : দিল্লি থেকে গ্রেপ্তার ISIS সন্দেহভাজন আবু ইউসুফকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও তিনজনকে আটক করেছে ATS । গোটা উত্তরপ্রদেশে সতর্কতা জারি রয়েছে । একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ATS এবং পুলিশ ।

এদিকে, গতকাল লখনউয়ের কাকোরি থানার অন্তর্গত এলাকায় আবু ইউসুফ নামে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে লখনউ পুলিশ । কাকোরি পরিদর্শক প্রমেন্দ্র সিং বলেন, “গতকাল মজ়হর নামে এক ব্যক্তি দুবগ্গা ফাঁড়ি ইন-চার্জকে জানায়, আবু ইউসুফ নামে এক ব্যক্তি বলরামপুর থেকে লখনউ যায় । ওই ব্যক্তি নিজেকে আবু ইউসুফের শ্যালক হিসেবে বর্ণনা দিয়েছিল । কিন্তু, এরপর থেকেই ফোনে যোগাযোগ করলেও মজ়হর আর না থানায় এসেছে, না কোনও লিখিত অভিযোগ করেছে । আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি ।”

তবে এই নিখোঁজের ঘটনার সঙ্গে দিল্লিতে ISIS সন্দেহভাজন গ্রেপ্তারির কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । মোবিন, ফারুখ ও ওয়াসিম নামে তিন সন্দেহভাজনকে আটক করেছে উত্তরপ্রদেশ ATS । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । উত্তরপ্রদেশের অধিকাংশ জায়গায় চলছে কড়া নজরদারি ।

লখনউ, 23 অগাস্ট : দিল্লি থেকে গ্রেপ্তার ISIS সন্দেহভাজন আবু ইউসুফকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও তিনজনকে আটক করেছে ATS । গোটা উত্তরপ্রদেশে সতর্কতা জারি রয়েছে । একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ATS এবং পুলিশ ।

এদিকে, গতকাল লখনউয়ের কাকোরি থানার অন্তর্গত এলাকায় আবু ইউসুফ নামে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে লখনউ পুলিশ । কাকোরি পরিদর্শক প্রমেন্দ্র সিং বলেন, “গতকাল মজ়হর নামে এক ব্যক্তি দুবগ্গা ফাঁড়ি ইন-চার্জকে জানায়, আবু ইউসুফ নামে এক ব্যক্তি বলরামপুর থেকে লখনউ যায় । ওই ব্যক্তি নিজেকে আবু ইউসুফের শ্যালক হিসেবে বর্ণনা দিয়েছিল । কিন্তু, এরপর থেকেই ফোনে যোগাযোগ করলেও মজ়হর আর না থানায় এসেছে, না কোনও লিখিত অভিযোগ করেছে । আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি ।”

তবে এই নিখোঁজের ঘটনার সঙ্গে দিল্লিতে ISIS সন্দেহভাজন গ্রেপ্তারির কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । মোবিন, ফারুখ ও ওয়াসিম নামে তিন সন্দেহভাজনকে আটক করেছে উত্তরপ্রদেশ ATS । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । উত্তরপ্রদেশের অধিকাংশ জায়গায় চলছে কড়া নজরদারি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.