ETV Bharat / bharat

চাপা উত্তেজনা বেঙ্গালুরুতে, বাড়ছে ভারী বুটের আওয়াজ - সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট

উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় ৷ সংঘর্ষে এখনও পর্যন্ত তিনজনে মৃত্যুর খবর সামনে এসেছে ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, সংঘর্ষের সময়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁরা ৷ এদিকে হিংসায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 145 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাটিল ৷

Violence Over Facebook Post
বেঙ্গালুরুতে পুলিশি টহল
author img

By

Published : Aug 12, 2020, 4:59 PM IST

বেঙ্গালুরু, 12 অগাস্ট : গোটা শহরে হিংসার ছবি স্পষ্ট ৷ কোথাও পড়ে রয়েছে বড় বড় ইট ৷ কোথাও চটি-জুতো ৷ কোথাও আবার লাঠি, কাঁদানে গ্যাসের শেল ৷ রাস্তার উপর পড়ে রয়েছে পুড়ে কালো হয়ে যাওয়া কয়েকটি গাড়ি ৷ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়িগুলি ৷ গাড়ির কাঁচ ভেঙে-গুঁড়িয়ে রাস্তার উপর পড়ে রয়েছে ৷ আর মাঝে মধ্যেই শোনা যাচ্ছে পুলিশের ভারী বুটের আওয়াজ ৷ উত্তেজনা ক্রমেই বাড়ছে বেঙ্গালুরুতে ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য গোটা শহরে জারি করা হয়েছে 144 ধারা । কিন্তু, এখনও চাপা একটা আগুন রয়ে গেছে শহরে ৷

ঘটনার সূত্রপাত গতরাতে ৷ একটি আপত্তিকর পোস্ট সোশাল মিডিয়ায় আপলোড করা হয় ৷ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ওই পোস্ট ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, নিলম অঙ্গলার কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাইপো সোশাল মিডিয়ায় ওই আপত্তিকর পোস্টটি করেছিলেন ৷ এরপরই পরিস্থিতি নিমেষে হিংসার রূপ নেয় ৷ উত্তেজিত জনতা বিধায়কের বাড়ির বাইরে জড়ো হতে শুরু করে ৷ বিধায়কের বাড়িতে পাথর ছোড়া হয় ৷ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ রণক্ষেত্র হয়ে ওঠে বেঙ্গালুরুর ডি জে হাল্লি ও কে জি হাল্লি এলাকা ৷

উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় ৷ ঘটনায় কমপক্ষে 60 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ সংঘর্ষে এখনও পর্যন্ত তিনজনে মৃত্যুর খবর সামনে এসেছে ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁরা ৷ এদিকে হিংসায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 145 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাটিল ৷ হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কংগ্রেস বিধায়কের ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও খবর : সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে ধুন্ধুমার, নিহত তিন, জখম 60 পুলিশকর্মী

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় 50-60 হাজার মানুষ জড়ো হয়েছিলেন ৷ তাঁরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিলেন ৷ স্থানীয় এক থানায় ঢুকে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে ৷ থানার বাইরে দাঁড় করানো প্রায় 200 টি বাইকে অগ্নিসংযোগ করা হয় ৷ এছাড়াও কমপক্ষে 24 টি ছোটো চারচাকার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশবাহিনী মোতায়েন করা হয় ৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায় ৷ গুলিও চালায় ৷ বেঙ্গালুরু পুলিশের তরফে টুইটারে একথা জানানো হয়েছে ৷ পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্থ জানান, সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে । জখম আর একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । 60 জন পুলিশকর্মী জখম হয়েছেন । এলাকায় শান্তি বজায় রাখতে 144 ধারা জারি করা হয়েছে । সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে ।

এদিকে যাঁর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার অভিযোগ, বিধায়কের সেই ভাইপো দাবি করেছেন পোস্টটি তিনি করেননি । তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছিল । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমানি জানিয়েছেন, হিংসা ছড়ানো, লুটপাট চালানো অন্যায় । কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না । কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

এদিকে হিংসার ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন AIMIM প্রধান আসাউদ্দিন ওয়েইসি ৷ হিংসায় না জড়ানোর জন্য সকলকে অনুরোধ করেছেন তিনি ৷

  • The violence in #Bengaluru & the objectionable/offensive social media posts are highly condemnable. I appeal to everyone involved to not indulge in violence. I hope peace is strengthened

    — Asaduddin Owaisi (@asadowaisi) August 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও হিংসার তীব্র নিন্দা করেছেন ৷ সাধারণ নিরপরাধ মানুষকে হিংসার ফল ভোগ করতে হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি ৷

  • Our experience tells us that only innocents suffer in the communal riots.

    I urge leaders from both the religion to discuss and resolve the issue amicably & restore peace in the area.

    3/3

    — Siddaramaiah (@siddaramaiah) August 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিস্থিতি সামাল দিতে গোটা শহরজুড়ে চলছে কারফিউ ৷ একইসঙ্গে চারজনের বেশি মানুষের জমায়েতের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ গোটা শহরজুড়ে চলছে কড়া পুলিশি টহল ৷ রাস্তাঘাট সুনসান ৷ কিন্তু, ফের নতুন করে হিংসার পরিস্থিতি তৈরি হওয়ায় একটা চাপা আতঙ্ক থেকেই যাচ্ছে ৷

বেঙ্গালুরু, 12 অগাস্ট : গোটা শহরে হিংসার ছবি স্পষ্ট ৷ কোথাও পড়ে রয়েছে বড় বড় ইট ৷ কোথাও চটি-জুতো ৷ কোথাও আবার লাঠি, কাঁদানে গ্যাসের শেল ৷ রাস্তার উপর পড়ে রয়েছে পুড়ে কালো হয়ে যাওয়া কয়েকটি গাড়ি ৷ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়িগুলি ৷ গাড়ির কাঁচ ভেঙে-গুঁড়িয়ে রাস্তার উপর পড়ে রয়েছে ৷ আর মাঝে মধ্যেই শোনা যাচ্ছে পুলিশের ভারী বুটের আওয়াজ ৷ উত্তেজনা ক্রমেই বাড়ছে বেঙ্গালুরুতে ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য গোটা শহরে জারি করা হয়েছে 144 ধারা । কিন্তু, এখনও চাপা একটা আগুন রয়ে গেছে শহরে ৷

ঘটনার সূত্রপাত গতরাতে ৷ একটি আপত্তিকর পোস্ট সোশাল মিডিয়ায় আপলোড করা হয় ৷ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ওই পোস্ট ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, নিলম অঙ্গলার কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাইপো সোশাল মিডিয়ায় ওই আপত্তিকর পোস্টটি করেছিলেন ৷ এরপরই পরিস্থিতি নিমেষে হিংসার রূপ নেয় ৷ উত্তেজিত জনতা বিধায়কের বাড়ির বাইরে জড়ো হতে শুরু করে ৷ বিধায়কের বাড়িতে পাথর ছোড়া হয় ৷ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ রণক্ষেত্র হয়ে ওঠে বেঙ্গালুরুর ডি জে হাল্লি ও কে জি হাল্লি এলাকা ৷

উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় ৷ ঘটনায় কমপক্ষে 60 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ সংঘর্ষে এখনও পর্যন্ত তিনজনে মৃত্যুর খবর সামনে এসেছে ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁরা ৷ এদিকে হিংসায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 145 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাটিল ৷ হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কংগ্রেস বিধায়কের ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

এই সংক্রান্ত আরও খবর : সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে ধুন্ধুমার, নিহত তিন, জখম 60 পুলিশকর্মী

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় 50-60 হাজার মানুষ জড়ো হয়েছিলেন ৷ তাঁরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিলেন ৷ স্থানীয় এক থানায় ঢুকে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে ৷ থানার বাইরে দাঁড় করানো প্রায় 200 টি বাইকে অগ্নিসংযোগ করা হয় ৷ এছাড়াও কমপক্ষে 24 টি ছোটো চারচাকার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশবাহিনী মোতায়েন করা হয় ৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায় ৷ গুলিও চালায় ৷ বেঙ্গালুরু পুলিশের তরফে টুইটারে একথা জানানো হয়েছে ৷ পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্থ জানান, সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে । জখম আর একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । 60 জন পুলিশকর্মী জখম হয়েছেন । এলাকায় শান্তি বজায় রাখতে 144 ধারা জারি করা হয়েছে । সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে ।

এদিকে যাঁর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার অভিযোগ, বিধায়কের সেই ভাইপো দাবি করেছেন পোস্টটি তিনি করেননি । তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছিল । কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে । রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমানি জানিয়েছেন, হিংসা ছড়ানো, লুটপাট চালানো অন্যায় । কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না । কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

এদিকে হিংসার ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন AIMIM প্রধান আসাউদ্দিন ওয়েইসি ৷ হিংসায় না জড়ানোর জন্য সকলকে অনুরোধ করেছেন তিনি ৷

  • The violence in #Bengaluru & the objectionable/offensive social media posts are highly condemnable. I appeal to everyone involved to not indulge in violence. I hope peace is strengthened

    — Asaduddin Owaisi (@asadowaisi) August 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও হিংসার তীব্র নিন্দা করেছেন ৷ সাধারণ নিরপরাধ মানুষকে হিংসার ফল ভোগ করতে হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি ৷

  • Our experience tells us that only innocents suffer in the communal riots.

    I urge leaders from both the religion to discuss and resolve the issue amicably & restore peace in the area.

    3/3

    — Siddaramaiah (@siddaramaiah) August 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিস্থিতি সামাল দিতে গোটা শহরজুড়ে চলছে কারফিউ ৷ একইসঙ্গে চারজনের বেশি মানুষের জমায়েতের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ গোটা শহরজুড়ে চলছে কড়া পুলিশি টহল ৷ রাস্তাঘাট সুনসান ৷ কিন্তু, ফের নতুন করে হিংসার পরিস্থিতি তৈরি হওয়ায় একটা চাপা আতঙ্ক থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.