ETV Bharat / bharat

দিল্লিতে গ্রেপ্তার সন্দেহভাজন 3 ISIS জঙ্গি - 3 সন্দেহভাজন ISIS জঙ্গি

দিল্লি পুলিশের স্পেশাল সেল 3 সন্দেহভাজন ISIS জঙ্গিকে গ্রেপ্তার করল ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 9, 2020, 3:55 PM IST

Updated : Jan 9, 2020, 5:29 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : তিন ISIS জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি স্পেশাল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে দিল্লির ওয়াজ়িরাবাদ এলাকায় অভিযান চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। সেখান থেকেই তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম খোয়াজা মইনুদ্দিন, সৈয়দ নওয়াজ় ও আবদুল সামাদ ।

সাংবাদিক বৈঠকে DCP PS কুশওয়াহ খোয়াজা জানান, এই তিনজনের মধ্যে, দু'জনের বিরুদ্ধে সুরেশ কুমার নামে এক হিন্দু নেতাকে খুনের অভিযোগ রয়েছে । আর একজনের বিরুদ্ধে তামিলনাড়ুর এক হিন্দু নেতাকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে ।

পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে এদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল । সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখছিল বিদেশি নিয়ন্ত্রণকারীরা । ইতিমধ্যে তারা নেপাল গেছিল । উপযুক্ত সুযোগ ও নির্দেশের অপেক্ষায় ছিল। গোপন সূত্রে খবর পাওয়া যায়, দিল্লি ও উত্তরপ্রদেশ এলাকায় হামলার ছক কষছিল তারা। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল মইনুদ্দিন । তামিলনাড়ু ISIS মডিউলের অন্যতম সদস্য ছিল সে।

সন্দেহভাজনদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।

দিল্লি, 9 জানুয়ারি : তিন ISIS জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি স্পেশাল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে দিল্লির ওয়াজ়িরাবাদ এলাকায় অভিযান চালায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। সেখান থেকেই তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম খোয়াজা মইনুদ্দিন, সৈয়দ নওয়াজ় ও আবদুল সামাদ ।

সাংবাদিক বৈঠকে DCP PS কুশওয়াহ খোয়াজা জানান, এই তিনজনের মধ্যে, দু'জনের বিরুদ্ধে সুরেশ কুমার নামে এক হিন্দু নেতাকে খুনের অভিযোগ রয়েছে । আর একজনের বিরুদ্ধে তামিলনাড়ুর এক হিন্দু নেতাকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে ।

পুলিশ সূত্রে খবর, বিদেশ থেকে এদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল । সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখছিল বিদেশি নিয়ন্ত্রণকারীরা । ইতিমধ্যে তারা নেপাল গেছিল । উপযুক্ত সুযোগ ও নির্দেশের অপেক্ষায় ছিল। গোপন সূত্রে খবর পাওয়া যায়, দিল্লি ও উত্তরপ্রদেশ এলাকায় হামলার ছক কষছিল তারা। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল মইনুদ্দিন । তামিলনাড়ু ISIS মডিউলের অন্যতম সদস্য ছিল সে।

সন্দেহভাজনদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।

Raipur (Chhattisgarh), Jan 09 (ANI): Personal Assistant (PA) to former Chhattisgarh CM Raman Singh, OP Gupta was arrested on January 08 for allegedly sexually assaulting a minor girl. Raipur ASP, Praful Thakur said, "The girl used to live at his residence. A case has been registered under sections 376 and 506 of Indian Penal Code and POSCO Act."
Last Updated : Jan 9, 2020, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.