ETV Bharat / bharat

বিকানেরে পথ দুর্ঘটনায় মৃত 3 - পালনা গ্রাম

বিকানেরের পালনা গ্রামে পিকভ্যানের সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংর্ঘষে মৃত্যু হল তিন জনের ৷ আহত চার ৷ ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ ৷

rajashthan
বিকানির পথ দুর্ঘটনায় মৃত 3 এবং আহত 4
author img

By

Published : Jun 15, 2020, 11:37 AM IST

জয়পুর, 15 জুন : পিকঅ্যাপ ভ্যানে করে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সাধুনার সাত জন ৷ সেই ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল উলটো দিক থেকে আসা আর একটি গাড়ির ৷ যার জেরে তিন জন বিয়েবাড়ি যাত্রীর মৃত্যু হল ৷ গতকাল রাতে পালনা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ প্রশাসন তরফে খবর, ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের ৷ বাকি দুজনের মৃত্যু হয় PBM হাসপাতালের ট্রমা সেন্টারে ৷ দুর্ঘটনায় আহত চারজন ৷ বর্তমানে তাঁরা PBM হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে পালনা গ্রামের কাছে উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে পিকআপ ভ্যানের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেই ভ্যানটি উলটে যায় ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় কোজুরাম নামে একজনের ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান দেশনোক মর্গে ৷ বাকি দু'জনকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় PBM হাসপাতালের ট্রমা সেন্টারে ৷ পরে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ এই দু'জনের দেহ বর্তমানে রাখা হয়েছে PBM হাসপাতাল মর্গে ৷ এছাড়াও, দুর্ঘটনায় যে চারজন আহত হয়েছে তাঁদের PMB হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘাতক গাড়ির খোঁজে নেমেছে পুলিশ ৷

জয়পুর, 15 জুন : পিকঅ্যাপ ভ্যানে করে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সাধুনার সাত জন ৷ সেই ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল উলটো দিক থেকে আসা আর একটি গাড়ির ৷ যার জেরে তিন জন বিয়েবাড়ি যাত্রীর মৃত্যু হল ৷ গতকাল রাতে পালনা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ প্রশাসন তরফে খবর, ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের ৷ বাকি দুজনের মৃত্যু হয় PBM হাসপাতালের ট্রমা সেন্টারে ৷ দুর্ঘটনায় আহত চারজন ৷ বর্তমানে তাঁরা PBM হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে পালনা গ্রামের কাছে উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে পিকআপ ভ্যানের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেই ভ্যানটি উলটে যায় ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় কোজুরাম নামে একজনের ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান দেশনোক মর্গে ৷ বাকি দু'জনকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় PBM হাসপাতালের ট্রমা সেন্টারে ৷ পরে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয় ৷ এই দু'জনের দেহ বর্তমানে রাখা হয়েছে PBM হাসপাতাল মর্গে ৷ এছাড়াও, দুর্ঘটনায় যে চারজন আহত হয়েছে তাঁদের PMB হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘাতক গাড়ির খোঁজে নেমেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.