ETV Bharat / bharat

মির্জাপুরে ভারী বৃষ্টির কারণে ছাদ ভেঙে মৃত 3, আহত 4

একটানা ভারী বৃষ্টির কারণে উত্তর প্রদেশের মির্জাপুরে বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল তিন জনের । এর পাশাপাশি আরও চার জন আহত হয়েছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 10:13 AM IST

মির্জাপুর ( উত্তরপ্রদেশ ), 5 জুন : বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল তিন জনের । মৃতদের মধ্যে দু'বছরের শিশুও রয়েছে । ঘটনাটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার লালগঞ্জ এলাকার ।

গতকাল রাতে ভারী বৃষ্টি হয় মির্জাপুর সংলগ্ন বিভিন্ন এলাকায় । সেই সময় বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয় ওই তিন জনের । এর পাশাপাশি আরও চার জনও আহত হন । তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কয়েকদিন ধরে পূর্বাঞ্চলে একটানা ভারী বৃষ্টি চলেছে । যার কারণে নদীর জল বেড়ে গেছে । ইতিমধ্যেই মির্জাপুর ও সোনভদ্রার পাহাড়ি উপত্যকাগুলি ভাঙতে শুরু করেছে । এখানকার লালগঞ্জ ও মদিহান অঞ্চলের জলাশয়গুলি উপচে পড়ার কারণে, বিন্ধ্যাচল অঞ্চলের কামপুর গ্রামে একই পরিবারের ছয় সদস্য ভেসে গেছে জলে । এর পাশাপাশি শতাধিক ঘরে জল ঢুকে গেছে । 50 টিরও বেশি কাঁচা ঘর ভেঙে পড়েছে ।

মির্জাপুর ( উত্তরপ্রদেশ ), 5 জুন : বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল তিন জনের । মৃতদের মধ্যে দু'বছরের শিশুও রয়েছে । ঘটনাটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার লালগঞ্জ এলাকার ।

গতকাল রাতে ভারী বৃষ্টি হয় মির্জাপুর সংলগ্ন বিভিন্ন এলাকায় । সেই সময় বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয় ওই তিন জনের । এর পাশাপাশি আরও চার জনও আহত হন । তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কয়েকদিন ধরে পূর্বাঞ্চলে একটানা ভারী বৃষ্টি চলেছে । যার কারণে নদীর জল বেড়ে গেছে । ইতিমধ্যেই মির্জাপুর ও সোনভদ্রার পাহাড়ি উপত্যকাগুলি ভাঙতে শুরু করেছে । এখানকার লালগঞ্জ ও মদিহান অঞ্চলের জলাশয়গুলি উপচে পড়ার কারণে, বিন্ধ্যাচল অঞ্চলের কামপুর গ্রামে একই পরিবারের ছয় সদস্য ভেসে গেছে জলে । এর পাশাপাশি শতাধিক ঘরে জল ঢুকে গেছে । 50 টিরও বেশি কাঁচা ঘর ভেঙে পড়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.