কানপুর, 5 অক্টোবর : উন্নাওয়ে মৃত নির্যাতিতার পরিবারের সুরক্ষায় মোতায়েন করা হয়েছিল তিন পুলিশকর্মীকে । তারপরও বাড়ি থেকে নিখোঁজ নির্যাতিতার ছয় বছর বয়সি বোনপো । ঘটনার পর তিন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে ।
ইন্সপেক্টর জেনেরাল (লখনউ রেঞ্জ) লক্ষ্মী সিং শনিবার ঘটনাস্থানে পৌঁছান তদন্তের জন্য । তিনি বন্দুকধারী নরেন্দ্র কুমার যাদব, কনস্টেবল রাজেশ কুমার এবং মহিলা কনস্টেবল অনুজকে সাসপেন্ড করার নির্দেশ দেন ।
পরিবারের অভিযোগ, শুক্রবার রাত থেকে নিখোঁজ নাবালক । ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । নাবালককে উদ্ধারের চেষ্টা চলছে । তদন্ত জারি রয়েছে । অভিযুক্তদের নাম ক্যাপ্টেন বাজপাই, সরোজ ত্রিবেদী, অনীতা, সুন্দর লোধ এবং হরসিত বাজপাই । প্রত্যেকেই ওই একই গ্রামের বাসিন্দা । এই পাঁচজনেরই ধর্ষণে অভিযুক্ত শুভম, শিবম ত্রিবেদী, হরি শংকর, উমেশ এবং রাম কিশোরের সঙ্গে কোনও না কোনওভাবে সম্পর্ক রয়েছে
উন্নাওয়ের পুলিশ সুপারিনটেনডেন্ট আনন্দ কুলকার্নি বলেন, "মোতায়েন থাকা পুলিশকর্মীদের বরখাস্ত করা হয়েছে । বিহার পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় মামলা রুজু হয়েছে । নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য বিহার, বড়সাগর, পূর্ব, মওরওয়ান ও বিঘাপুরসহ পাঁচটি থানা থেকে দল গঠন করা হয়েছে । আমরা আশা করছি শীঘ্রই শিশুটিকে উদ্ধার করতে পারব ।"
উন্নাওয়ের 23 বছরের নির্যাতিতাকে গতবছরের 5 ডিসেম্বর গায়ে পেট্রল ঠেলে আগুন ধরিয়ে দেয় পাঁচজন । নির্যাতিতা রায়বরেলির আদালতে শুনানির জন্য যাচ্ছিলেন । তাঁর দেহের 90 শতাংশ পুড়ে যায় । সফদরজং হাসপাতালে চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় । 2018 সালে তাঁকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ ।