গোড্ডা (ঝাড়খণ্ড), 25 এপ্রিল: জমায়েত হটাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিতে গিয়ে স্থানীয়দের হামলায় জখম হলেন কয়েকজন পুলিশকর্মী । ঝাড়খণ্ডের ঠাকুরগাংটি থানা এলাকার মারাও গ্রামের ঘটনা । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ(SP) শৈলেন্দ্র প্রসাদ বারণওয়াল জানিয়েছেন, আজ সকালের দিকে মারাও গ্রামের মাহাগামা ব্লকের একটি ধর্মীয়স্থানে বেশ কয়েকজন জমায়েত করেছিলেন । বিষয়টি নজরে আসে পুলিশের । তৎক্ষণাৎ তাঁদের ভিড় না করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেন পুলিশকর্মীরা । তখনই পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন কয়েকজন । জখম হন তিনজন পুলিশকর্মী । একটি পুলিশের গাড়ির জানালার কাঁচও ভেঙে দেওয়া হয়েছে । ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । 60 জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে ।
কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে জারি রয়েছে লকডাউন । বারবার মানুষকে জমায়েত না করতে বলা হচ্ছে । বলা হচ্ছে ভিড় এড়িয়ে যেতে । খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করা হচ্ছে বারাবার । কিন্তু অনেকেই সেসব কথায় কর্ণপাত করছেন না । আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায় । জমায়েতের দৃশ্যও চোখে পড়ছে অনেক জায়গাতেই । কিছু কিছু জায়গায় সেই ভিড় ভাঙতে গেলে উলটে জখম হচ্ছেন পুলিশকর্মীরাই ।