ETV Bharat / bharat

বিহারের মাঞ্জার কুঁদ জলপ্রপাতে প্রাণ হারাল 3 কিশোর - বিহারের মাঞ্জার কুঁদ জলপ্রপাত

বিহারের মাঞ্জার কুঁদ জলপ্রপাত কেড়ে নিল তিন কিশোরের প্রাণ । দুই জন ফজলগঞ্জ ও একজন ভারতীগঞ্জের বাসিন্দা ।

3-boys-drown-at-bihars-manjhar-kund-waterfall
3-boys-drown-at-bihars-manjhar-kund-waterfall
author img

By

Published : Jul 14, 2020, 9:31 PM IST

সাসারাম, 14 জুলাই : জলপ্রপাতে স্নান করতে নেমে তলিয়ে গেল 3 কিশোর । সোমবার বিহারের মাঞ্জার কুঁদের ঘটনা ।

মৃতদের বয়স 16 থেকে 17 এর মধ্যে । মৃতদের মধ্যে দুজন ফজলগঞ্জের বাসিন্দা, একজন ভারতীগঞ্জের বাসিন্দা ।

দাড়িগাঁও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন কিশোর সোমবার সকালে মোটর সাইকেলে কাইমুর পাহাড়ে পিকনিক করতে এসেছিল ।

পুলিশের তরফ থেকে জানান হয়েছে যে, বর্ষার কারণে জলের স্তর মারাত্মকভাবে বেড়ে যায় । ওই তিন কিশোর জলপ্রপাতে স্নান করতে নামে, সেই সময় তলিয়ে যায় ।

মাত্র 5 দিন আগেই চার কিশোর এই জলপ্রপাতে আটকে পড়েছিল । অবশ্য সেই সময় আশেপাশে পুলিশ থাকায় তাদেরকে উদ্ধার করা গেছে । প্রতিবছর বর্ষার সময় এখানে সকলে আসে ।

সাসারাম, 14 জুলাই : জলপ্রপাতে স্নান করতে নেমে তলিয়ে গেল 3 কিশোর । সোমবার বিহারের মাঞ্জার কুঁদের ঘটনা ।

মৃতদের বয়স 16 থেকে 17 এর মধ্যে । মৃতদের মধ্যে দুজন ফজলগঞ্জের বাসিন্দা, একজন ভারতীগঞ্জের বাসিন্দা ।

দাড়িগাঁও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন কিশোর সোমবার সকালে মোটর সাইকেলে কাইমুর পাহাড়ে পিকনিক করতে এসেছিল ।

পুলিশের তরফ থেকে জানান হয়েছে যে, বর্ষার কারণে জলের স্তর মারাত্মকভাবে বেড়ে যায় । ওই তিন কিশোর জলপ্রপাতে স্নান করতে নামে, সেই সময় তলিয়ে যায় ।

মাত্র 5 দিন আগেই চার কিশোর এই জলপ্রপাতে আটকে পড়েছিল । অবশ্য সেই সময় আশেপাশে পুলিশ থাকায় তাদেরকে উদ্ধার করা গেছে । প্রতিবছর বর্ষার সময় এখানে সকলে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.