ETV Bharat / bharat

মণিপুরে জঙ্গি হামলায় শহিদ অসম রাইফেলসের তিন জওয়ান - শহিদ হল অসম রাইফেলসের তিন জওয়ান

পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে প্রাণ হলেন অসম রাইফেলসের তিন জওয়ান ৷ এই ঘটনায় আহত হয়েছে ছয় জওয়ান ৷

assam rifles soldiers killed
শহিদ অসম রাইফেলসের তিন জওয়ান
author img

By

Published : Jul 30, 2020, 4:38 PM IST

ইম্ফল, 30 জুলাই : মণিপুরের ইম্ফলে সেনা ইউনিটে জঙ্গি হামলায় শহিদ হলেন অসম রাইফেলসের তিন জওয়ান ৷ আহত হয়েছেন কম করে ছয় জওয়ান ৷ তাদেরকে ইম্ফলের পশ্চিম জেলার লেমাখংয়ের সামরিক হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দক্ষিণ ইম্ফলের চাঁদেল জেলার মায়ানমার বর্ডারের কাছে জঙ্গিরা সেনা ইউনিটে হামলা চালায় ৷ বুধবার সন্ধ্যায় ভারত-মায়ানমার সীমান্তের সাজিক তম্পক গ্রামে সন্ধ্য়ার সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে । স্থানীয় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মির সঙ্গে এই সংঘর্ষের জেরে আরও ছয় জওয়ান গুরুতরভাব জখম হয়েছেন ৷ মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত চান্দেল জেলার কাছে জঙ্গিদের গোপন ডেরার খবর আসে সেনার কাছে ৷ খবর পেয়েই 4 নম্বর অসম রাইফেলসের জওয়ানরা সেখানে তল্লাশি শুরু করে ৷ 29 জুলাই, অসম রাইফেলস কর্মীরা খোঙ্গাললে এরিয়া ডোমিনেশানে টহল শুরু করে ৷ যখন টহলদারি দলটি ফিরছিল, পিপলস লিবারেশন আর্মির (PLA) জঙ্গিরা সেই সময় একটি IID বিস্ফোরণ ঘটায় ৷ তারপর জঙ্গিরা সেনার উপর ছোট অস্ত্র থেকে গুলি চালাতে থাকে ৷ সেনার উপর এই হামলার খবর আসতেই সেখানে আধা সেনার বিরাট বাহিনী পৌঁছয়।

এর আগে 2015 সালে ইম্ফলের চান্ডেলে জঙ্গি হানায় 18 জন সেনা শহিদ হয়েছিলেন । সেই হামলার পর MI-17 হেলিকপ্টার করে ভারতীয় বায়ুসেনা জঙ্গিদের দু’টি শিবির গুঁড়িয়ে দেয় বলে জানা যায় ৷ এই দুই শিবিরে অন্তত 150 জন জঙ্গি নিহত হয়।

ইম্ফল, 30 জুলাই : মণিপুরের ইম্ফলে সেনা ইউনিটে জঙ্গি হামলায় শহিদ হলেন অসম রাইফেলসের তিন জওয়ান ৷ আহত হয়েছেন কম করে ছয় জওয়ান ৷ তাদেরকে ইম্ফলের পশ্চিম জেলার লেমাখংয়ের সামরিক হাসপাতালে ভরতি করা হয়েছে ।

দক্ষিণ ইম্ফলের চাঁদেল জেলার মায়ানমার বর্ডারের কাছে জঙ্গিরা সেনা ইউনিটে হামলা চালায় ৷ বুধবার সন্ধ্যায় ভারত-মায়ানমার সীমান্তের সাজিক তম্পক গ্রামে সন্ধ্য়ার সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে । স্থানীয় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মির সঙ্গে এই সংঘর্ষের জেরে আরও ছয় জওয়ান গুরুতরভাব জখম হয়েছেন ৷ মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত চান্দেল জেলার কাছে জঙ্গিদের গোপন ডেরার খবর আসে সেনার কাছে ৷ খবর পেয়েই 4 নম্বর অসম রাইফেলসের জওয়ানরা সেখানে তল্লাশি শুরু করে ৷ 29 জুলাই, অসম রাইফেলস কর্মীরা খোঙ্গাললে এরিয়া ডোমিনেশানে টহল শুরু করে ৷ যখন টহলদারি দলটি ফিরছিল, পিপলস লিবারেশন আর্মির (PLA) জঙ্গিরা সেই সময় একটি IID বিস্ফোরণ ঘটায় ৷ তারপর জঙ্গিরা সেনার উপর ছোট অস্ত্র থেকে গুলি চালাতে থাকে ৷ সেনার উপর এই হামলার খবর আসতেই সেখানে আধা সেনার বিরাট বাহিনী পৌঁছয়।

এর আগে 2015 সালে ইম্ফলের চান্ডেলে জঙ্গি হানায় 18 জন সেনা শহিদ হয়েছিলেন । সেই হামলার পর MI-17 হেলিকপ্টার করে ভারতীয় বায়ুসেনা জঙ্গিদের দু’টি শিবির গুঁড়িয়ে দেয় বলে জানা যায় ৷ এই দুই শিবিরে অন্তত 150 জন জঙ্গি নিহত হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.