কোরোনা আক্রান্ত হয়ে কেরালায় মৃত্যু আবগারি বিভাগের কর্মীর - কেরালার স্বাস্থ্যদপ্তর
কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কেরালার আবগারি বিভাগের এক কর্মীর । মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 28 । এই নিয়ে কেরালায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 28 ।
কন্নুর, 18 জুন : কোরোনা আক্রান্ত হয়ে মৃত কেরালার আবগারি বিভাগের কর্মী । 28 বছর বয়সী এই কর্মী কন্নুর জেলায় মাত্তাননুর আবগারি অফিসে কাজ করতেন । তাঁর মৃত্যুর ফলে কেরালায় কোরোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা হল 21 ।
কেরালার স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানান, কন্নুরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভরতি ছিলেন ওই কর্মী । দুইদিন আগে তাঁর সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । রিপোর্ট আসার দুইদিন পরেই মৃত্যু হয় সুনীল কে পি নামে এই যুবকের ।
আবগারি অফিস বন্ধ করা হয়েছে । সুনীলের সংস্পর্শে কোন কোন কর্মী এসেছিলেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে । ইতিমধ্যেই 18জন কর্মীকে চিহ্নিত করে কোয়ারানটিন করা হয়েছে ।
স্বাস্থ্যদপ্তরের ওই আধিকারিক বলেন, “আমরা চিন্তিত কারণ তাঁর বয়স কম ছিল । আমরা ইতিমধ্যেই তাঁর সংস্পর্শে আসা কর্মীদের চিহ্নিত করেছি । তাঁদের কোয়ারানটিন করা হয়েছে । এমনকী তাঁর পরিবারের সদস্যদেরও কোয়ারানটিন করা হয়েছে । তাঁদের প্রত্যেককেই নজরে রাখা হচ্ছে ।”
জেলা প্রশাসনের তরফে খোঁজ করা হচ্ছে যে কোন ব্যক্তির থেকে সংক্রমিত হয়েছিল সুনীল । পুলিশের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় লকডাউনের তিনগুণ বিধিনিষেধ আরোপিত হয়েছে ।