ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে নতুন করে কোরোনায় আক্রান্ত 2602 জন

অন্ধপ্রদেশে গত 24 ঘণ্টায় 2,602 জন নতুন করে আক্রান্ত হয়েছেন । তাদের মধ্যে 42 জনের মৃত্যু হয়েছে ৷

Andhrapradesh
Andhrapradesh
author img

By

Published : Jul 17, 2020, 10:38 PM IST

অমরাবতী, 17 জুলাই : অন্ধপ্রদেশ সরকারকে ক্রমশই চিন্তায় ফেলছে ক্রমবর্ধমান কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টার মধ্যে 2,602 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে 42 জন মারা গেছেন । এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 40,646 জন । মৃত্যু হয়েছে 534 জনের ।

আজ অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়, রাজ্যের 20 হাজার 298 জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আক্রান্তের সংখ্যা পূর্ব গোদাবরীতে সর্বাধিক ৷ 643 জন ৷ গুন্টুরে আক্রান্ত 367 জন । জেলাগুলির মধ্যে অনন্তপুরমে 297, চিত্তুর 328, কদাপ 55, নেলোর 127 , কৃষ্ণা 37, প্রকাশম 53, শ্রীকাকুলাম 147, বিজয়নগরম 89 ও পশ্চিম গোদাবরীতে 109 জন আক্রান্ত হয়েছে।

রাজ্যে এখনও পর্যন্ত 12,60,512 জনের সোয়াব টেস্ট হয়েছে। তাদের মধ্যে 40,646 জন কোরোনা পজ়িটিভ । পাশাপাশি আশার বিষয়, যে 20,298 জন রোগী সুস্থ হয়ে গেছেন। এখনও 19,814 রোগী হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন। মৃতের সংখ্যা 534 ।

অমরাবতী, 17 জুলাই : অন্ধপ্রদেশ সরকারকে ক্রমশই চিন্তায় ফেলছে ক্রমবর্ধমান কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টার মধ্যে 2,602 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে 42 জন মারা গেছেন । এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 40,646 জন । মৃত্যু হয়েছে 534 জনের ।

আজ অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়, রাজ্যের 20 হাজার 298 জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আক্রান্তের সংখ্যা পূর্ব গোদাবরীতে সর্বাধিক ৷ 643 জন ৷ গুন্টুরে আক্রান্ত 367 জন । জেলাগুলির মধ্যে অনন্তপুরমে 297, চিত্তুর 328, কদাপ 55, নেলোর 127 , কৃষ্ণা 37, প্রকাশম 53, শ্রীকাকুলাম 147, বিজয়নগরম 89 ও পশ্চিম গোদাবরীতে 109 জন আক্রান্ত হয়েছে।

রাজ্যে এখনও পর্যন্ত 12,60,512 জনের সোয়াব টেস্ট হয়েছে। তাদের মধ্যে 40,646 জন কোরোনা পজ়িটিভ । পাশাপাশি আশার বিষয়, যে 20,298 জন রোগী সুস্থ হয়ে গেছেন। এখনও 19,814 রোগী হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন। মৃতের সংখ্যা 534 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.