সন্ত্রাসদীর্ণ সেই দিনটির 11 বছর পূর্তি হল আজ ৷ 2008 সালের 26 নভেম্বর সন্ধ্যায় জঙ্গি হামলায় রক্তস্নাত হয়েছিল মুম্বই ৷ তিনদিন ধরে মুম্বইয়ে কার্যত তাণ্ডবলীলা চালিয়েছিল পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ৷ প্রাণ হারিয়েছিলেন 166 জন ৷ 300 জন গুরুতর জখম হয়েছিলেন ৷ নজিরবিহীন সেই জঙ্গি হামলায় বাকরুদ্ধ হয়ে পড়েছিল ভারত সহ গোটা বিশ্ব ৷
পাকিস্তান থেকে জলপথে 10জন সশস্ত্র জঙ্গি ভারতে ঢুকেছিল ৷ তারপর তারা হামলা চালায় ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল রেল স্টেশন , লিওপোল্ড ক্যাফে , নরিমান হাউজ় ও তাজ হোটেলে ৷
কমান্ডো অভিযানে 10 জঙ্গির মধ্যে 9 জনই নিহত হয় ৷ জীবন্ত ধরা পড়ে আজ়মল কাসব নামে এক জঙ্গি ৷ তার স্বীকারোক্তিতে জানা যায় এই হামলার সঙ্গে জড়িত পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা ৷ পরবর্তীতে বিচারে ফাঁসি হয় কাসবের ৷
মুম্বই হামলার 11 বছর পূর্তিতে টুইটে শোক প্রকাশ -
টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
-
On the 11th anniversary of the Mumbai terror attacks, we remember everyone who lost their lives and mourn with their families. A grateful nation salutes the security personnel who made the supreme sacrifice. We remain firm in our resolve to defeat all forms of terrorism.
— President of India (@rashtrapatibhvn) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On the 11th anniversary of the Mumbai terror attacks, we remember everyone who lost their lives and mourn with their families. A grateful nation salutes the security personnel who made the supreme sacrifice. We remain firm in our resolve to defeat all forms of terrorism.
— President of India (@rashtrapatibhvn) November 26, 2019On the 11th anniversary of the Mumbai terror attacks, we remember everyone who lost their lives and mourn with their families. A grateful nation salutes the security personnel who made the supreme sacrifice. We remain firm in our resolve to defeat all forms of terrorism.
— President of India (@rashtrapatibhvn) November 26, 2019
টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -
-
Today is the 11th anniversary of 26/11 #MumbaiAttacks. Solemnly remembering those who lost their lives on that day. My thoughts with their families. Homage to the brave police officers, military, and civilians, who risked their lives to save people. Let us unitedly fight terror
— Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today is the 11th anniversary of 26/11 #MumbaiAttacks. Solemnly remembering those who lost their lives on that day. My thoughts with their families. Homage to the brave police officers, military, and civilians, who risked their lives to save people. Let us unitedly fight terror
— Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2019Today is the 11th anniversary of 26/11 #MumbaiAttacks. Solemnly remembering those who lost their lives on that day. My thoughts with their families. Homage to the brave police officers, military, and civilians, who risked their lives to save people. Let us unitedly fight terror
— Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2019