ETV Bharat / bharat

এক সপ্তাহে দিল্লিতে গ্রেপ্তার 251অপরাধী - Delhi police

অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার 251 জন। গত একসপ্তাহে 251 জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

251-criminals-held-last-week-in-delhi
251-criminals-held-last-week-in-delhi
author img

By

Published : Jun 8, 2020, 4:22 PM IST

দিল্লি, 8 জুন: গত এক সপ্তাহে অপরাধমূলক কাজের জন্য 251 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রের খবর, চুরি, ছিনতাই, জালিয়াতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে অপরাধীদের।

এদিন দিল্লি পুলিশের তরফে জানানো হয়, “যে সমস্ত জায়গা গুলোতে অপরাধ বেশি হয় সেই সমস্ত এলাকাগুলোতে PCR, ট্রাফিক ও লোকাল পুলিশদের স্থানান্তর করা হয়। সেই সমস্ত জায়গায় গাড়ি থামিয়ে চেকিং করার নির্দেশ দেওয়া হয়। গত এক সপ্তাহে সেই সমস্ত এলাকা থেকে 251 জনকে গ্রেপ্তার করা হয়।”

দিল্লি পুলিশের উত্তর জোন অঞ্চলে অপরাধের ঘটনা কমানোর জন্য পুলিশের তরফে স্পেশাল দল নিয়োগ করা হয়েছে।

পুলিশের তরফে আরও জানানো হয় যে, “সংশ্লিষ্ট এলাকাগুলোর জেলা প্রধানদের তত্ত্বাবধানে বিশেষ দল গঠন ও মোতায়েন করা হয়েছিল। অপরাধীদের ধরার জন্য দুর্বল এলাকাগুলো চিহ্নিত করা হয়েছিল।”

দিল্লি, 8 জুন: গত এক সপ্তাহে অপরাধমূলক কাজের জন্য 251 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রের খবর, চুরি, ছিনতাই, জালিয়াতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে অপরাধীদের।

এদিন দিল্লি পুলিশের তরফে জানানো হয়, “যে সমস্ত জায়গা গুলোতে অপরাধ বেশি হয় সেই সমস্ত এলাকাগুলোতে PCR, ট্রাফিক ও লোকাল পুলিশদের স্থানান্তর করা হয়। সেই সমস্ত জায়গায় গাড়ি থামিয়ে চেকিং করার নির্দেশ দেওয়া হয়। গত এক সপ্তাহে সেই সমস্ত এলাকা থেকে 251 জনকে গ্রেপ্তার করা হয়।”

দিল্লি পুলিশের উত্তর জোন অঞ্চলে অপরাধের ঘটনা কমানোর জন্য পুলিশের তরফে স্পেশাল দল নিয়োগ করা হয়েছে।

পুলিশের তরফে আরও জানানো হয় যে, “সংশ্লিষ্ট এলাকাগুলোর জেলা প্রধানদের তত্ত্বাবধানে বিশেষ দল গঠন ও মোতায়েন করা হয়েছিল। অপরাধীদের ধরার জন্য দুর্বল এলাকাগুলো চিহ্নিত করা হয়েছিল।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.