লখনউ(উত্তরপ্রদেশ), 25 এপ্রিল : লখনউয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চেষ্টায় 23 দিনে সুস্থ হলেন 22 জন কোরোনা আক্রান্ত । তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । আপাতত তাঁরা 14 দিনের জন্য কোয়ারানটাইনে থাকবেন । ইতিমধ্যে বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী টুইট করে চিকিৎসকদের প্রশংসা করেছেন ।
লখনউয়ের রাম সাগর মিশ্র হাসপাতালে 100 টি বেড রয়েছে । এখানেই জেলার 63 জন কোরোনা আক্রান্ত ভরতি ছিলেন । যাদের মধ্যে 22 জন সুস্থ হয়েছেন । পাঁচজন লখনউয়ের । আপাতত এই 22 জন 14 দিনের জন্য কোয়ারানটাইনে থাকবেন । ইতিমধ্যে 17 জনকে লখনউয়ের একটি কোয়ারানটাইন সেন্টারে পাঠানো হয়েছে ।
ওই হাসপাতালের চিকিৎসক ডঃ রিয়াজুদ্দিন জানান, কোয়ারানটাইনে পাঠানো 17 জনের মধ্যে 12 জন সাহারানপুরের । রাজস্থানের জয়পুরের দুইজন । অসমের দু'জন । আর হরিয়ানার ফরিদাবাদের একজন । এঁরা প্রত্যেকই দিল্লির নিজ়ামউদ্দিনের জমায়েত থেকে ফিরে মসজিদে লুকিয়ে ছিলেন । পরে পুলিশ গিয়ে তাঁদের কোয়রানটাইনে নিয়ে আসেন । তাঁদের নমুনা পরীক্ষায় কোরোনা পজ়িটিভ মেলায় রাম সাগর মিশ্র হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় ।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য টুইট করেন । সেখানে লখনউয়ের ওই হাসপাতালের চিকিৎসকদের প্রশংসা করে তিনি লেখেন, "আমার বিশ্বাস কর্তব্যের সঙ্গে কোনও দায়িত্ব পালন করলে তার ভালো পরিণাম পাওয়া যায় ।"