ETV Bharat / bharat

শুধুই রয়েছেন কুমারস্বামী, 21 মন্ত্রীর পদত্যাগ কর্নাটকে

একের পর এক পদত্যাগে অনিশ্চয়তার মুখে কুমারস্বামীর সরকার।

কুমারস্বামী
author img

By

Published : Jul 8, 2019, 1:55 PM IST

Updated : Jul 8, 2019, 5:05 PM IST

বেঙ্গালুরু, 8 জুলাই: কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট সরকারের আয়ু আর কত দিন, তার কোনও নিশ্চয়তা নেই। আজ জোট ভেঙে পদত্যাগ করলেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । যদিও প্রথমে সংখ্যাটা 22 বলেছিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, পরে ভুল শুধরে সংখ্যাটা যে 21 তা নিশ্চিত করেন তিনি।

দলের প্রধান দীনেশ গুন্ডু রাওয়ের কাছে ইস্তফা দিলেন মন্ত্রীরা । একের পর এক মন্ত্রীদের পদত্যাগে টালমাটাল কর্নাটক সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে কাঠগড়ায় তুলেছেন JD(S) প্রধান এইচ ডি দেবগৌড়া ।

কর্নাটকে সরকার বাঁচাতে গতকাল রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী । বেঙ্গালুরুর এক হোটেলে বৈঠক হয় । বৈঠকে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতারা ছিলেন । এই বৈঠকের আগে শনিবার দিনভর কুমারস্বামীর বাবা তথা জনতা দল (সেকুলার)-এর শীর্ষনেতা এইচ ডি দেবগৌড়া তাঁর নিজের দলের এবং কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন । আজ সন্ধ্যাবেলাতে ফের কংগ্রেস বিধায়করা বৈঠকে বসবেন বলে জানা গেছে । বৈঠকটি হবে দিল্লিতে ।

সংকট সামাল দিতে আজ দফায় দফায় বৈঠক করেন শাসক জোটের দুই শরিক। সূত্রের খবর, গত শনিবার কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর যে 13 জন বিধায়ক পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন গতরাতের বৈঠকের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন ।

বেঙ্গালুরু, 8 জুলাই: কর্নাটকে কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট সরকারের আয়ু আর কত দিন, তার কোনও নিশ্চয়তা নেই। আজ জোট ভেঙে পদত্যাগ করলেন কংগ্রেসের 21 জন মন্ত্রী । যদিও প্রথমে সংখ্যাটা 22 বলেছিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, পরে ভুল শুধরে সংখ্যাটা যে 21 তা নিশ্চিত করেন তিনি।

দলের প্রধান দীনেশ গুন্ডু রাওয়ের কাছে ইস্তফা দিলেন মন্ত্রীরা । একের পর এক মন্ত্রীদের পদত্যাগে টালমাটাল কর্নাটক সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে কাঠগড়ায় তুলেছেন JD(S) প্রধান এইচ ডি দেবগৌড়া ।

কর্নাটকে সরকার বাঁচাতে গতকাল রাতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী । বেঙ্গালুরুর এক হোটেলে বৈঠক হয় । বৈঠকে কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর রাজ্যস্তরের শীর্ষনেতারা ছিলেন । এই বৈঠকের আগে শনিবার দিনভর কুমারস্বামীর বাবা তথা জনতা দল (সেকুলার)-এর শীর্ষনেতা এইচ ডি দেবগৌড়া তাঁর নিজের দলের এবং কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন । আজ সন্ধ্যাবেলাতে ফের কংগ্রেস বিধায়করা বৈঠকে বসবেন বলে জানা গেছে । বৈঠকটি হবে দিল্লিতে ।

সংকট সামাল দিতে আজ দফায় দফায় বৈঠক করেন শাসক জোটের দুই শরিক। সূত্রের খবর, গত শনিবার কংগ্রেস এবং জনতা দল (সেকুলার)-এর যে 13 জন বিধায়ক পদত্যাগ করেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন গতরাতের বৈঠকের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন ।

Bengaluru, Jul 07 (ANI): Veteran Congress leader Mallikarjun Kharge allged the role of Bharatiya Janata Party (BJP) government in the Centre in the Karnataka political crisis. Kharge said, "Government should run as per Constitution. It is a constitutionally elected government in Karnataka. They (BJP) are destabilizing it. In about 14 states, they are pressurizing, not only Congress MLAs, but also the regional party members." He further added, "Today also some MLAs went to Mumbai, they've gone under pressure and they've been told many things. Also, BJP party in state has become active with help of Centre. Ruling government at Centre has taken interest to topple this alliance government. They're trying to get rid of this government." 12 MLAs of the ruling JD(S)-Congress alliance have submitted their resignation letters in Karnataka pushing state towards a political crisis.
Last Updated : Jul 8, 2019, 5:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.