দিল্লি, 4 নভেম্বর: দিল্লির রাজপথ সকাল থেকেই ঢাকা গাঢ় ধোঁয়াশার চাদরে ৷ রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা ৷ কেন্দ্রের তরফে সবসময় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ কেন্দ্রীয় মুখ্যসচিব পি কে মিশ্র গত সন্ধ্যায় পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ দিল্লির দূষণের মাত্রা বিগত 3 বছরে সর্বাধিক মাত্রা ছুঁয়েছে ৷ রাজধানীর বুকে শ্বাস নেওয়া দিন দিন হয়ে উঠছে দুর্বিষহ ৷ দৃশ্যমানতাও ছিল চোখে পরার মতো কম ৷
দিল্লির বর্তমান পরিস্থিতি ভয়াবহ ৷ সাধারণ মানুষকে বিনা দোষে ভুগতে হচ্ছে ৷ দূষণ পরিস্থিতি নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলগুলিও ভুগছে একইভাবে ৷ নয়ডার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টে আগামীকাল দূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
-
Delhi: A layer of smog blankets the area around Rajpath, this morning. pic.twitter.com/ZWWFilPeI8
— ANI (@ANI) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: A layer of smog blankets the area around Rajpath, this morning. pic.twitter.com/ZWWFilPeI8
— ANI (@ANI) November 4, 2019Delhi: A layer of smog blankets the area around Rajpath, this morning. pic.twitter.com/ZWWFilPeI8
— ANI (@ANI) November 4, 2019
আজ সকাল 7টায় সফর-লোধি রোড অঞ্চলে বাতাসের গুণমান সূচক (AQI) 500 ৷ PM2.5 ও PM10 দুই ধরনের দূষকই ছিল 500 ৷ বাতাসের গুণমান সূচক অনুযায়ী 400-র বেশি যে কোনও মাত্রাই অত্যন্ত বিপজ্জনক ৷ এদিকে আজ সকাল 8টা থেকে দিল্লিতে জোড়-বিজোড় আইন তৃতীয়বারের জন্য কার্যকর হতে চলেছে ৷ জোড়-বিজোড় আইন নিয়ন্ত্রণ করার জন্য রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে 200টি ট্রাফিক পুলিশ বাহিনী ৷ পাশাপাশি সচেতনতা বাড়ানোর জন্য 5000 সিভিল ডিফেন্স ভলিন্টিয়ার নিয়োগ করা হয়েছে ৷
-
Delhi: Major pollutants PM 2.5 & PM 10, both at 500, remain in 'severe' category in Lodhi Road area, according to Air Quality Index (AQI) data. pic.twitter.com/rqLyaPMZvK
— ANI (@ANI) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: Major pollutants PM 2.5 & PM 10, both at 500, remain in 'severe' category in Lodhi Road area, according to Air Quality Index (AQI) data. pic.twitter.com/rqLyaPMZvK
— ANI (@ANI) November 4, 2019Delhi: Major pollutants PM 2.5 & PM 10, both at 500, remain in 'severe' category in Lodhi Road area, according to Air Quality Index (AQI) data. pic.twitter.com/rqLyaPMZvK
— ANI (@ANI) November 4, 2019
নভেম্বরের 4, 6, 8, 12 এবং 14 তারিখে রাজধানীর পথে নামবে না 1, 3, 5, 7, 9 দিয়ে শেষ হওয়া নম্বরপ্লেটের গাড়িগুলি ৷ একইরকমভাবে 5, 7, 9, 11, 13 এবং 15 তারিখে পথে নামতে পারবে না 0, 2, 4, 6, 8 দিয়ে শেষ হওয়া নম্বরপ্লেটের গাড়িগুলি ৷ ভিনরাজ্যের গাড়িগুলিও এই আইনের আওতায় পড়বে ৷ 10 নভেম্বর (রবিবার) জোড়-বিজোড় আইন বলবৎ থাকবে না ৷ পাশাপাশি VIP গাড়ি, মহিলাদের ও 12 বছর পর্যন্ত শিশুদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে ৷ এই দিনগুলিতে দিল্লি মেট্রো 61টি অতিরিক্ত যাত্রী পরিষেবা দেবে বলে জানানো হয়েছে ৷ 15 তারিখে এই আইনের সময়সীমা শেষ হবে ৷ ততদিনে পরিস্থিতি স্বাভাবিক না হলে এই আইন আবারও চালু হতে পারে ৷