ETV Bharat / bharat

দূষিত দিল্লি, জোড়-বিজোড় আইন নিয়ন্ত্রণে মোতায়েন 200 বাহিনী পুলিশ - delhi pollution latest news

দিল্লির বর্তমান পরিস্থিতি অসহনীয়৷ সাধারণ মানুষকে বিনা দোষে ভুগতে হচ্ছে ৷ দূষণ পরিস্থিতি নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির রাজপথ সকাল থেকেই ঢাকা গাঢ় ধোঁয়াশার চাদরে ৷ আজ সকাল 7টায় সফর-লোধি রোড অঞ্চলে বাতাসের গুণমান সূচক (AQI) 500 ৷ PM2.5 ও PM10 দুই ধরনের দূষকের মাত্রই ছিল 500 ৷ এদিকে আজ সকাল 8টা থেকে দিল্লিতে জোড়-বিজোড় আইন তৃতীয়বারের জন্য কার্যকর হতে চলেছে ৷ জোড়-বিজোড় আইন নিয়ন্ত্রণ করতে রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে 200 ট্রাফিক পুলিশ বাহিনী ৷

দূষিত দিল্লি
author img

By

Published : Nov 4, 2019, 9:35 AM IST

দিল্লি, 4 নভেম্বর: দিল্লির রাজপথ সকাল থেকেই ঢাকা গাঢ় ধোঁয়াশার চাদরে ৷ রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা ৷ কেন্দ্রের তরফে সবসময় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ কেন্দ্রীয় মুখ্যসচিব পি কে মিশ্র গত সন্ধ্যায় পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ দিল্লির দূষণের মাত্রা বিগত 3 বছরে সর্বাধিক মাত্রা ছুঁয়েছে ৷ রাজধানীর বুকে শ্বাস নেওয়া দিন দিন হয়ে উঠছে দুর্বিষহ ৷ দৃশ্যমানতাও ছিল চোখে পরার মতো কম ৷

দিল্লির বর্তমান পরিস্থিতি ভয়াবহ ৷ সাধারণ মানুষকে বিনা দোষে ভুগতে হচ্ছে ৷ দূষণ পরিস্থিতি নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলগুলিও ভুগছে একইভাবে ৷ নয়ডার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টে আগামীকাল দূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আজ সকাল 7টায় সফর-লোধি রোড অঞ্চলে বাতাসের গুণমান সূচক (AQI) 500 ৷ PM2.5 ও PM10 দুই ধরনের দূষকই ছিল 500 ৷ বাতাসের গুণমান সূচক অনুযায়ী 400-র বেশি যে কোনও মাত্রাই অত্যন্ত বিপজ্জনক ৷ এদিকে আজ সকাল 8টা থেকে দিল্লিতে জোড়-বিজোড় আইন তৃতীয়বারের জন্য কার্যকর হতে চলেছে ৷ জোড়-বিজোড় আইন নিয়ন্ত্রণ করার জন্য রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে 200টি ট্রাফিক পুলিশ বাহিনী ৷ পাশাপাশি সচেতনতা বাড়ানোর জন্য 5000 সিভিল ডিফেন্স ভলিন্টিয়ার নিয়োগ করা হয়েছে ৷

  • Delhi: Major pollutants PM 2.5 & PM 10, both at 500, remain in 'severe' category in Lodhi Road area, according to Air Quality Index (AQI) data. pic.twitter.com/rqLyaPMZvK

    — ANI (@ANI) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নভেম্বরের 4, 6, 8, 12 এবং 14 তারিখে রাজধানীর পথে নামবে না 1, 3, 5, 7, 9 দিয়ে শেষ হওয়া নম্বরপ্লেটের গাড়িগুলি ৷ একইরকমভাবে 5, 7, 9, 11, 13 এবং 15 তারিখে পথে নামতে পারবে না 0, 2, 4, 6, 8 দিয়ে শেষ হওয়া নম্বরপ্লেটের গাড়িগুলি ৷ ভিনরাজ্যের গাড়িগুলিও এই আইনের আওতায় পড়বে ৷ 10 নভেম্বর (রবিবার) জোড়-বিজোড় আইন বলবৎ থাকবে না ৷ পাশাপাশি VIP গাড়ি, মহিলাদের ও 12 বছর পর্যন্ত শিশুদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে ৷ এই দিনগুলিতে দিল্লি মেট্রো 61টি অতিরিক্ত যাত্রী পরিষেবা দেবে বলে জানানো হয়েছে ৷ 15 তারিখে এই আইনের সময়সীমা শেষ হবে ৷ ততদিনে পরিস্থিতি স্বাভাবিক না হলে এই আইন আবারও চালু হতে পারে ৷

দিল্লি, 4 নভেম্বর: দিল্লির রাজপথ সকাল থেকেই ঢাকা গাঢ় ধোঁয়াশার চাদরে ৷ রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা ৷ কেন্দ্রের তরফে সবসময় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ কেন্দ্রীয় মুখ্যসচিব পি কে মিশ্র গত সন্ধ্যায় পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ দিল্লির দূষণের মাত্রা বিগত 3 বছরে সর্বাধিক মাত্রা ছুঁয়েছে ৷ রাজধানীর বুকে শ্বাস নেওয়া দিন দিন হয়ে উঠছে দুর্বিষহ ৷ দৃশ্যমানতাও ছিল চোখে পরার মতো কম ৷

দিল্লির বর্তমান পরিস্থিতি ভয়াবহ ৷ সাধারণ মানুষকে বিনা দোষে ভুগতে হচ্ছে ৷ দূষণ পরিস্থিতি নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলগুলিও ভুগছে একইভাবে ৷ নয়ডার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টে আগামীকাল দূষণ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আজ সকাল 7টায় সফর-লোধি রোড অঞ্চলে বাতাসের গুণমান সূচক (AQI) 500 ৷ PM2.5 ও PM10 দুই ধরনের দূষকই ছিল 500 ৷ বাতাসের গুণমান সূচক অনুযায়ী 400-র বেশি যে কোনও মাত্রাই অত্যন্ত বিপজ্জনক ৷ এদিকে আজ সকাল 8টা থেকে দিল্লিতে জোড়-বিজোড় আইন তৃতীয়বারের জন্য কার্যকর হতে চলেছে ৷ জোড়-বিজোড় আইন নিয়ন্ত্রণ করার জন্য রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে 200টি ট্রাফিক পুলিশ বাহিনী ৷ পাশাপাশি সচেতনতা বাড়ানোর জন্য 5000 সিভিল ডিফেন্স ভলিন্টিয়ার নিয়োগ করা হয়েছে ৷

  • Delhi: Major pollutants PM 2.5 & PM 10, both at 500, remain in 'severe' category in Lodhi Road area, according to Air Quality Index (AQI) data. pic.twitter.com/rqLyaPMZvK

    — ANI (@ANI) November 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নভেম্বরের 4, 6, 8, 12 এবং 14 তারিখে রাজধানীর পথে নামবে না 1, 3, 5, 7, 9 দিয়ে শেষ হওয়া নম্বরপ্লেটের গাড়িগুলি ৷ একইরকমভাবে 5, 7, 9, 11, 13 এবং 15 তারিখে পথে নামতে পারবে না 0, 2, 4, 6, 8 দিয়ে শেষ হওয়া নম্বরপ্লেটের গাড়িগুলি ৷ ভিনরাজ্যের গাড়িগুলিও এই আইনের আওতায় পড়বে ৷ 10 নভেম্বর (রবিবার) জোড়-বিজোড় আইন বলবৎ থাকবে না ৷ পাশাপাশি VIP গাড়ি, মহিলাদের ও 12 বছর পর্যন্ত শিশুদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে ৷ এই দিনগুলিতে দিল্লি মেট্রো 61টি অতিরিক্ত যাত্রী পরিষেবা দেবে বলে জানানো হয়েছে ৷ 15 তারিখে এই আইনের সময়সীমা শেষ হবে ৷ ততদিনে পরিস্থিতি স্বাভাবিক না হলে এই আইন আবারও চালু হতে পারে ৷


Hyderabad (Telangana), Nov 4 (ANI): A three-day long event to showcased 'India's best pets', including dogs, cats, birds and fish, concluded on 3rd November in Hyderabad. The event also showcased some rare breeds of these animals and birds. The event 'Petex India 2019' saw a large number of people participating in the event.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.