ETV Bharat / bharat

কোরোনা : জয়পুরে মৃত 20 দিনের শিশু, বিশ্বে সবথেকে কনিষ্ঠ ? - corona fatality in India

শিশুটি অসুস্থ হয়ে পড়লে জেকে লোন হাসপাতালে ভরতি করে তার পরিবার । হাসপাতাল সূত্রে খবর, ভোরে ভরতি করা হয় । সকাল 9টায় শিশুটির মৃত্যু হয় । এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির নমুনা COVID-19 টেস্টের জন্য পাঠায় । রিপোর্ট এলে জানা যায়, শিশুটি কোরোনা পজ়িটিভ ছিল ।

Jaipur
20 দিনের শিশুর মৃত্যু
author img

By

Published : May 2, 2020, 3:27 PM IST

জয়পুর, 2 মে : জয়পুরে কোরোনায় আক্রান্ত হয়ে 20 দিনের এক শিশুর মত্যু হল । গতকাল তাকে জেকে লোন হাসপাতালে ভরতি করেন পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, ভোরে তাকে ভরতি করা হয় । সকাল 9টায় মারা যায় । এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির নমুনা COVID-19 টেস্টের জন্য পাঠান । রিপোর্টে দেখা যায়, শিশুটি কোরোনা পজ়িটিভ ছিল ।

এপ্রিলে দিল্লির একটি হাসপাতালে দেড় মাসের এক শিশুর কোরোনায় মৃত্যু হয়েছিল । সে ভারতে কোরোনার সবথেকে কনিষ্ঠ শিকার ছিল । এই বছরের প্রথমদিকে অ্যামেরিকায় ছয় সপ্তাহের এক শিশুর কোরোনায় মৃত্যু হয় । জয়পুরের এই শিশুই কোরোনায় সবথেকে কনিষ্ঠ শিকার বলে মনে করা হচ্ছে।

এদিকে রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত 12 জন । এবং আরও 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজস্থান সরকার । জয়পুরে দুইজনের মৃত্যু হয়েছে । অন্য এক মৃত ব্যক্তি যোধপুরের বাসিন্দা। রাজস্থান সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট 2,678 জন কোরোনায় আক্রান্ত। 65 জনের মৃত্যু হয়েছে ।

জয়পুর, 2 মে : জয়পুরে কোরোনায় আক্রান্ত হয়ে 20 দিনের এক শিশুর মত্যু হল । গতকাল তাকে জেকে লোন হাসপাতালে ভরতি করেন পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, ভোরে তাকে ভরতি করা হয় । সকাল 9টায় মারা যায় । এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির নমুনা COVID-19 টেস্টের জন্য পাঠান । রিপোর্টে দেখা যায়, শিশুটি কোরোনা পজ়িটিভ ছিল ।

এপ্রিলে দিল্লির একটি হাসপাতালে দেড় মাসের এক শিশুর কোরোনায় মৃত্যু হয়েছিল । সে ভারতে কোরোনার সবথেকে কনিষ্ঠ শিকার ছিল । এই বছরের প্রথমদিকে অ্যামেরিকায় ছয় সপ্তাহের এক শিশুর কোরোনায় মৃত্যু হয় । জয়পুরের এই শিশুই কোরোনায় সবথেকে কনিষ্ঠ শিকার বলে মনে করা হচ্ছে।

এদিকে রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত 12 জন । এবং আরও 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজস্থান সরকার । জয়পুরে দুইজনের মৃত্যু হয়েছে । অন্য এক মৃত ব্যক্তি যোধপুরের বাসিন্দা। রাজস্থান সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট 2,678 জন কোরোনায় আক্রান্ত। 65 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.