ETV Bharat / bharat

কেরালায় খুন ২ কংগ্রেস কর্মী, আজ বনধ UDF-র - Sarath Lal

কেরালার কাসারগোদ জেলায় ২ কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন। মৃতদের নাম ক্রিপেশ (১৯) ও শরদ লাল (২৪)। প্রতিবাদে আজ কাসারগোদ জেলায় বনধ ডেকেছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট।

মৃত ২ কংগ্রেস কর্মী
author img

By

Published : Feb 18, 2019, 7:30 AM IST

তিরুবনন্তপুরম, ১৮ ফেব্রুয়ারি : কেরালার কাসারগোদ জেলায় ২ কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন। মৃতদের নাম ক্রিপেশ (১৯) ও শরদ লাল (২৪)। প্রতিবাদে আজ কাসারগোদ জেলায় বনধ ডেকেছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট।

পুলিশ জানিয়েছে, গতকাল মোটরসাইকেলে করে ফিরছিলেন ক্রিপেশ ও শরদ। আচমকা তাঁদের উপর হামলা চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কংগ্রেসের অভিযোগ, এই খুনের পিছনে CPI(M)-র হাত রয়েছে।

কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা বলেন, দলের গুন্ডাদের দিয়ে কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টা করছে CPI(M)। দলের যুব দুই কর্মীকে বিনা কারণে খুন করা হল। ওরা কোনও অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল না। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত সরকারের। ঘটনার নিন্দা করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-ও।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তিরুবনন্তপুরম, ১৮ ফেব্রুয়ারি : কেরালার কাসারগোদ জেলায় ২ কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন। মৃতদের নাম ক্রিপেশ (১৯) ও শরদ লাল (২৪)। প্রতিবাদে আজ কাসারগোদ জেলায় বনধ ডেকেছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট।

পুলিশ জানিয়েছে, গতকাল মোটরসাইকেলে করে ফিরছিলেন ক্রিপেশ ও শরদ। আচমকা তাঁদের উপর হামলা চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কংগ্রেসের অভিযোগ, এই খুনের পিছনে CPI(M)-র হাত রয়েছে।

কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা বলেন, দলের গুন্ডাদের দিয়ে কংগ্রেসকে ধ্বংস করার চেষ্টা করছে CPI(M)। দলের যুব দুই কর্মীকে বিনা কারণে খুন করা হল। ওরা কোনও অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল না। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত সরকারের। ঘটনার নিন্দা করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-ও।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Maharajganj (Uttar Pradesh), Feb 17 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath met the family members of CRPF Constable Pankaj Kumar Tripathi in Maharajganj. CM Yogi also paid tribute to the slain solider. Constable Tripathi lost his life in the Pulwama terror attack on February 14. As many as 40 CRPF personnel lost their lives in the IED attack in Pulwama.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.