জালনা (মহারাষ্ট্র) 8মে: নাসিকের মালিগাঁও থেকে জালনা ফিরছিলেন স্টেট রিজার্ভ পুলিশের দুই জওয়ান (SRPF) । কিন্তু ফেরার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করল মহারাষ্ট্র পুলিশ ।
দুইজনই মালিগাঁওতেই কর্মরত ছিলেন । এদিকে আবার মালিগাঁও হটস্পট এলাকা । জানা গেছে, দুই জনেরই বাড়ি ফেরার পর কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । সর্দার বাজার পুলিশের শীর্ষকর্তা সঞ্জয় দেশমুখ জানিয়েছেন মালিগাঁওতে ওই দুইজন আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে পোস্টিং ছিলেন ।
তিনি জানিয়েছেন, "সিনিয়র আধিকারিকদের কিছু না বলেই 29 এপ্রিল ওই দুইজন জালনা রওনা হন । এমনকী, জালনারও কোনও সিনিয়র আধিকারিককেও বিষয়টি জানাননি তাঁরা । SRPF ইন্সপেক্টর ভিলাস জাগতাপ দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ।"
তিনি আরও জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে । 2মে দুইজনের কোরোনা টেস্ট করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । জালনা হাসপাতালে দুইজনের চিকিৎসা চলছে ।"