ETV Bharat / bharat

গণধর্ষণের পর নাবালিকার মাথায় পাথরের আঘাত - bhopal rape

এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক । গতকাল তাদের গ্রেপ্তার করে ভোপাল পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাবালিকার পিসিকেও গ্রেপ্তার করা হয়েছে ।

ছবিচি প্রতীকী
author img

By

Published : May 2, 2019, 6:03 AM IST

ভোপাল, 2 মে : এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক । গতকাল তাদের গ্রেপ্তার করে ভোপাল পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাবালিকার পিসিকেও গ্রেপ্তার করা হয়েছে ।

মঙ্গলবার সন্ধ্যায় পিসির সঙ্গে একটি মন্দিরে ঘুরতে গেছিল ওই নাবালিকা । অভিযুক্ত দুই যুবক তাকে তুলে নিয়ে যায় । একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে । পরে পাথর দিয়ে মাথায় আঘাত করে ।

পরদিনই থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে । গ্রেপ্তার করা হয় পিসিকেও ।

ঘটনায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন BJP-র প্রজ্ঞা ঠাকুর । তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ।

এদিকে, গত জুলাই মাসে মান্দসৌরের এক নাবালিকাকে স্কুল থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে দুই যুবক । পরে তার গলার নলি কেটে দেওয়া হয় । ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে । সরকারি তথ্য অনুযায়ী, 2016 ও 2017-তে সর্বাধিক ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে মধ্যপ্রদেশে । এই ইশুতে তৎকালীন বিরোধী দলনেতা কমল নাথ টুইট করেছিলেন, "মধ্যপ্রদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে । কবে, এসব বন্ধ হবে ? বাড়ির বোন-মেয়েরা সুস্থ পরিবেশ কি পাবে না ?"

ভোপাল, 2 মে : এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক । গতকাল তাদের গ্রেপ্তার করে ভোপাল পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাবালিকার পিসিকেও গ্রেপ্তার করা হয়েছে ।

মঙ্গলবার সন্ধ্যায় পিসির সঙ্গে একটি মন্দিরে ঘুরতে গেছিল ওই নাবালিকা । অভিযুক্ত দুই যুবক তাকে তুলে নিয়ে যায় । একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে । পরে পাথর দিয়ে মাথায় আঘাত করে ।

পরদিনই থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে । গ্রেপ্তার করা হয় পিসিকেও ।

ঘটনায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন BJP-র প্রজ্ঞা ঠাকুর । তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ।

এদিকে, গত জুলাই মাসে মান্দসৌরের এক নাবালিকাকে স্কুল থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে দুই যুবক । পরে তার গলার নলি কেটে দেওয়া হয় । ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে । সরকারি তথ্য অনুযায়ী, 2016 ও 2017-তে সর্বাধিক ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে মধ্যপ্রদেশে । এই ইশুতে তৎকালীন বিরোধী দলনেতা কমল নাথ টুইট করেছিলেন, "মধ্যপ্রদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে । কবে, এসব বন্ধ হবে ? বাড়ির বোন-মেয়েরা সুস্থ পরিবেশ কি পাবে না ?"

New Delhi, May 02 (ANI): While speaking to ANI on United Nations Security Council (UNSC) listing Masood Azhar as a global terrorist, Union Home Minister Rajnath Singh said, "In India's fight against terrorism, this is an important achievement. For the last one decade, India was making diplomatic efforts towards this goal. It will help bring Masood Azhar and Jaish-e-Mohammed (JeM) to justice."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.