ETV Bharat / bharat

অনন্তনাগে সেনার গুলিতে নিকেশ 2 লস্কর-ই-তইবা জঙ্গি - পুলওয়ামা

অনন্তনাগে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি । এদিকে পুলওয়ামায় CRPF জওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা ।

Terrorists attack
Terrorists attack
author img

By

Published : Sep 25, 2020, 11:46 AM IST

শ্রীনগর, 25 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ দুই লস্কর-ই-তইবা জঙ্গি । মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়ান্ত্র ও বিস্ফোরক ।

আজ সকালে অনন্তনাগে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশ । তখনই জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয় । সেই সময় মৃত্যু হয় দুই জঙ্গির ।

এদিকে আজ সকালেই পুলওয়ামাতে CRPF-এর উপর হামলা চালায় জঙ্গিরা । হতাহতের কোনও খবর নেই । ঘটনার পরই ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ।

গতকালই পুলওয়ামাতে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয় । পাশাপাশি বুদগামে জঙ্গিদের হামলায় মৃত্যু হয় এক CRPF জওয়ানের । হামলার পর ওই জওয়ানের সার্ভিস রাইফেল নিয়ে পালায় জঙ্গিরা ।

শ্রীনগর, 25 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ দুই লস্কর-ই-তইবা জঙ্গি । মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়ান্ত্র ও বিস্ফোরক ।

আজ সকালে অনন্তনাগে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশ । তখনই জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয় । সেই সময় মৃত্যু হয় দুই জঙ্গির ।

এদিকে আজ সকালেই পুলওয়ামাতে CRPF-এর উপর হামলা চালায় জঙ্গিরা । হতাহতের কোনও খবর নেই । ঘটনার পরই ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ।

গতকালই পুলওয়ামাতে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয় । পাশাপাশি বুদগামে জঙ্গিদের হামলায় মৃত্যু হয় এক CRPF জওয়ানের । হামলার পর ওই জওয়ানের সার্ভিস রাইফেল নিয়ে পালায় জঙ্গিরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.