দিল্লি, 26 মে : এক মহিলাকে লাঠি দিয়ে পেটানোর ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । আর তার জেরেই দিল্লি পুলিশের দুই কনস্টেবলকে পাঠানো হল জেলা পুলিশ লাইনে ৷
গতরাত 9টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, ওই দুই কনস্টেবল লাঠি দিয়ে মুন্নি দেবী নামে এক মহিলাকে বেধড়ক মারধর করছেন ৷ আর তাঁর মেয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করছে ৷
ঠিক কী হয়েছিল ? জানা গেছে, ওই দুই কনস্টেবল রাতে পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁরা খবর পান, উত্তর-পূর্ব দিল্লির বিহারী ভবনের কাছে সরকারি জমিতে কয়েকজন অনুমোদন ছাড়াই কাজ করছে ৷ এরপর সেখানে পৌঁছান তাঁরা । কাজ থামাতে বলেন । অভিযোগ, কাজ না থামিয়ে মুন্নি দেবী ও তাঁর দলবল তাঁদের গালিগালাজ করতে থাকে । তাঁদের উপর চড়াও হয় বলেও অভিযোগ ।
ডেপুটি পুলিশ কমিশনার(উত্তর-পূর্ব) বেদ প্রকাশ সূর্য বলেন, প্রথমে ওই দুই পুলিশ কর্মী ঘটনাস্থানে পৌঁছে কাজ থামাতে বলেন ৷ তারপরও তারা কাজ চালিয়ে যায় ৷ উলটে পুলিশের উপর চড়াও হয় ৷ কনস্টেবল সঞ্জীবের উপর হামলা চালায় তারা ৷ তাঁর উর্দি ছিঁড়ে দেয় ও তাঁকে মারধর করে ৷ এরপর তাঁরা লাঠি চালাতে বাধ্য হন ৷ ওই দুই কনস্টেবলকেই পুলিশ লাইনে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷