ETV Bharat / bharat

মহারাষ্ট্রে ভেঙে পড়ল বহুতলের একাংশ, মৃত 2 - building collapsed in Maharashtra

দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়ার শুক্লাজি স্ট্রিটে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ির একাংশ । দুর্ঘটনায় এক নাবালিকা ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।

building collapse
building collapse
author img

By

Published : Aug 27, 2020, 7:14 PM IST

মুম্বই, 27 অগাস্ট : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি ৷ মহারাষ্ট্রের দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়ার শুক্লাজি স্ট্রিটে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ির একাংশ । দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ।

আজ দুপুর একটা নাগাদ শুক্লাজি স্ট্রিটের ওই তিনতলা বাড়িটি শৌচালয়ের দিকের অংশ ভেঙে পড়ে । খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে । দমকল বাহিনীর এক কর্তা জানান, “ভেঙে পড়া অংশের মধ্যে চারজন আটকে পড়েন । তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে ।” ঘটনাস্থানে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন, একটি কুইক রেসপন্স ভেহিকেল ও একটি অ্যাম্বুলেন্স ।

আটকে পড়াদের মধ্যে এক নাবালিকা ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আলিয়া রিয়াসত কুরেশি (12) ও নুর কুরেশি (70) । উদ্ধারকাজ চলছে ।

মুম্বই, 27 অগাস্ট : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি ৷ মহারাষ্ট্রের দক্ষিণ মুম্বইয়ের নাগপাড়ার শুক্লাজি স্ট্রিটে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ির একাংশ । দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ।

আজ দুপুর একটা নাগাদ শুক্লাজি স্ট্রিটের ওই তিনতলা বাড়িটি শৌচালয়ের দিকের অংশ ভেঙে পড়ে । খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে । দমকল বাহিনীর এক কর্তা জানান, “ভেঙে পড়া অংশের মধ্যে চারজন আটকে পড়েন । তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে ।” ঘটনাস্থানে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন, একটি কুইক রেসপন্স ভেহিকেল ও একটি অ্যাম্বুলেন্স ।

আটকে পড়াদের মধ্যে এক নাবালিকা ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আলিয়া রিয়াসত কুরেশি (12) ও নুর কুরেশি (70) । উদ্ধারকাজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.