ETV Bharat / bharat

মহারাষ্ট্রে ভেঙে পড়ল বহুতল, মৃত 2

author img

By

Published : Aug 24, 2019, 9:11 AM IST

Updated : Aug 24, 2019, 10:44 AM IST

বছর আট আগে অবৈধভাবে নির্মিত ওই বিল্ডিংয়ে গতকাল চিড় দেখা যেতেই পৌরনিগমের লোকজন ভিতরে থাকা 22টি পরিবারকে সরিয়ে আনে ৷ এদের মধ্যে কয়েকজন বাড়ির ভিতরে থাকা জিনিস আনতে গেলে সেইসময় ভেঙে পড়ে বহুতল ৷ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে৷ চারজন আহত ৷

ফাইল ফোটো

মহারাষ্ট্র, 24 অগাস্ট : মহারাষ্ট্রের ভিবান্ডিতে ভেঙে পড়ল বহুতল ৷ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে৷ চারজন আহত ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আরও দু-তিনজনের আটকে থাকার খবর পাওয়া গেছে ৷ উদ্ধার কাজ চালাচ্ছে NDRF কর্মীরা ৷

image
উদ্ধার কাজ চালাচ্ছে NDRF কর্মীরা

বছর আট আগে অবৈধভাবে নির্মিত ওই বিল্ডিংয়ে গতকাল চিড় দেখা যেতেই পৌরনিগমের লোকজন ভিতরে থাকা 22টি পরিবারকে সরিয়ে আনে ৷ এদের মধ্যে কয়েকজন বাড়ির ভিতরে থাকা জিনিস আনতে গেলে সেইসময় দুর্ঘটনাটি ঘটে ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে ভিবান্ডি-নিজ়ামপুর পৌরনিগমের কমিশনার অশোক রণখাম্ব বলেন, "আমরা পুরো বিল্ডিংটাই খালি করে দিয়েছিলাম ৷ কিন্তু পরে কয়েকজন বিনা অনুমতিতেই আবার বহুতলের মধ্যে প্রবেশ করে ৷ আট বছর আগে এটি অবৈধভাবে নির্মিত হয়েছিল ৷ পুরো ঘটনার তদন্ত হবে ৷"

মহারাষ্ট্র, 24 অগাস্ট : মহারাষ্ট্রের ভিবান্ডিতে ভেঙে পড়ল বহুতল ৷ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে৷ চারজন আহত ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আরও দু-তিনজনের আটকে থাকার খবর পাওয়া গেছে ৷ উদ্ধার কাজ চালাচ্ছে NDRF কর্মীরা ৷

image
উদ্ধার কাজ চালাচ্ছে NDRF কর্মীরা

বছর আট আগে অবৈধভাবে নির্মিত ওই বিল্ডিংয়ে গতকাল চিড় দেখা যেতেই পৌরনিগমের লোকজন ভিতরে থাকা 22টি পরিবারকে সরিয়ে আনে ৷ এদের মধ্যে কয়েকজন বাড়ির ভিতরে থাকা জিনিস আনতে গেলে সেইসময় দুর্ঘটনাটি ঘটে ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে ভিবান্ডি-নিজ়ামপুর পৌরনিগমের কমিশনার অশোক রণখাম্ব বলেন, "আমরা পুরো বিল্ডিংটাই খালি করে দিয়েছিলাম ৷ কিন্তু পরে কয়েকজন বিনা অনুমতিতেই আবার বহুতলের মধ্যে প্রবেশ করে ৷ আট বছর আগে এটি অবৈধভাবে নির্মিত হয়েছিল ৷ পুরো ঘটনার তদন্ত হবে ৷"

Ayodhya (Uttar Pradesh), Aug 24 (ANI): A woman was allegedly given Triple Talaq by her husband in Uttar Pradesh's Ayodhya. She was given talaq for giving birth to a girl child. While speaking to ANI, the victim said, "Since the first month of our wedding my husband started torturing me for dowry. When I gave birth to a girl I was given triple talaq. I demand justice." Triple Talaq Bill was passed in Rajya Sabha on July 30 criminalising men for divorcing by uttering talaq thrice. Meanwhile, the Additional SP (Rural) of Ayodhya Shailendra Kumar Singh said, "The incident happened under Haiderganj police station limit. On the basis of the complaint filed by the victim the case has been registered. Investigation is underway in the case."
Last Updated : Aug 24, 2019, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.