ETV Bharat / bharat

শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ 2 CRPF জওয়ান - শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত 2 CRPF জাওয়ান,

ফের শ্রীনগরে জঙ্গি হামলা । শহিদ হলেন দুই জওয়ান ।

2-crpf-jawans-killed
2-crpf-jawans-killed
author img

By

Published : Oct 5, 2020, 3:34 PM IST

শ্রীনগর, 5 অক্টোবর : শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ দুই CRPF জওয়ান । একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জওয়ান ।

আজ শ্রীনগরের কাছে জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন জওয়ানরা । সেই সময় তাদের উপর হামলা চালায় জঙ্গিরা । জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা । পুলিশের অনুমান, জঙ্গিরা মারসে এলাকা থেকে এসেছিল । তল্লাশি অভিযান চলছে । ওই এলাকা ঘিরে রেখেছেন CRPF জওয়ানরা ।

গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার একই জায়গায় নিরাপত্তাবাহিনীর উপর হামলার ঘটনা ঘটল ।

শ্রীনগর, 5 অক্টোবর : শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ দুই CRPF জওয়ান । একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জওয়ান ।

আজ শ্রীনগরের কাছে জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন জওয়ানরা । সেই সময় তাদের উপর হামলা চালায় জঙ্গিরা । জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা । পুলিশের অনুমান, জঙ্গিরা মারসে এলাকা থেকে এসেছিল । তল্লাশি অভিযান চলছে । ওই এলাকা ঘিরে রেখেছেন CRPF জওয়ানরা ।

গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার একই জায়গায় নিরাপত্তাবাহিনীর উপর হামলার ঘটনা ঘটল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.