পালামু, 25 ডিসেম্বর : ঝাড়খন্ডে বেআইনি পশু পাচারকারী 19 টি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ ৷ জানা গেছে, ওই ট্রাকগুলিতে থাকা প্রায় 25 জনের বেশি পাচারকারীকেও গ্রেপ্তার করে পুলিশ ৷ ওই ট্রাকগুলি উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আসছিল ৷ ধৃতরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷
জানা গেছে, আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়েছিল ঝাড়খন্ড পুলিশ ৷ এরপর রাতের অন্ধকারের সেই জায়গায় গা ঢাকা দিয়ে ছিল পুলিশ ৷ এএসপি কে বিজয়শংকর জানান, মদিনানগর এলাকায় প্রথমে একটা গাড়ি আটকানো হয় ৷ এরপর বাকী গাড়িগুলি পালানোর চেষ্টা করে ৷ এরপর তাদের ধাওয়া করে মোট 8 টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ ৷ বাকি গাড়িগুলি ছত্তরপুর এলাকা থেকে পাকড়াও করা হয় ৷
পুলিশ জানিয়েছে, ওই গাড়িগুলিতে বেআইনী পশু ভরে উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা ৷ এই প্রথম পালামু পুলিশ এত বড় পশু পাচারচক্রের হদিশ পায় ৷ এরপরই তল্লাশি শুরু করে পুলিশ ৷ এরপর রাতে একটি ট্রাকের গতিবিধির উপর সন্দেহ হয় পুলিশের ৷ তারপর ওই গাড়িটিকে ধাওয়া করে বাকিদেরও ধরে ফেলে পুলিশ ৷