ETV Bharat / bharat

কেরালায় লন্ডন ফেরত 18 জন কোরোনা পজিটিভ

author img

By

Published : Dec 29, 2020, 4:53 PM IST

ভারতে কমপক্ষে 6 জন ব্রিটেনে পাওয়া নতুন স্ট্রেন SARS-CoV2 তে আক্রান্ত । কেরালার স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, কেরালার চারটি আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি কড়া করা হয়েছে । সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের পর কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল । তবে তা ঘটেনি । রাজ্যে মৃত্যুর হার বাড়েনি ।

Corona
Corona

তিরুবনন্তপুরম, 29 ডিসেম্বর : ব্রিটেনে পাওয়া কোরোনার নয়া প্রজাতির আতঙ্কের মধ্যে ফের লন্ডন ফেরত ভারতীয়দের শরীরে মিলল ভাইরাসের অস্তিত্ব । কেরালায় লন্ডন ফেরত 18 জন ভারতীয়র কোরোনা রিপোর্ট পজিটিভ এসেছে । জানিয়েছেন কেরালার স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা । আক্রান্তদের বাড়িতে কোয়ারান্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

প্রথমে ব্রিটেন ফেরত আটজনের কোরোনা রিপোর্ট পজিটিভ আসে । তাদের নমুনা বিশ্লেষণের জন্য পুনের জাতীয় ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল।ভারতে কমপক্ষে 6 জন ব্রিটেনে পাওয়া নতুন স্ট্রেন SARS-CoV2 তে আক্রান্ত ।

কেরালার স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, কেরালার চারটি আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি কড়া করা হয়েছে । সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের পর কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল । তবে তা ঘটেনি । রাজ্যে মৃত্যুর হার বাড়েনি । কারণ সরকার এ ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ করেছিল ।

তিরুবনন্তপুরম, 29 ডিসেম্বর : ব্রিটেনে পাওয়া কোরোনার নয়া প্রজাতির আতঙ্কের মধ্যে ফের লন্ডন ফেরত ভারতীয়দের শরীরে মিলল ভাইরাসের অস্তিত্ব । কেরালায় লন্ডন ফেরত 18 জন ভারতীয়র কোরোনা রিপোর্ট পজিটিভ এসেছে । জানিয়েছেন কেরালার স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা । আক্রান্তদের বাড়িতে কোয়ারান্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

প্রথমে ব্রিটেন ফেরত আটজনের কোরোনা রিপোর্ট পজিটিভ আসে । তাদের নমুনা বিশ্লেষণের জন্য পুনের জাতীয় ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল।ভারতে কমপক্ষে 6 জন ব্রিটেনে পাওয়া নতুন স্ট্রেন SARS-CoV2 তে আক্রান্ত ।

কেরালার স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, কেরালার চারটি আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি কড়া করা হয়েছে । সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের পর কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল । তবে তা ঘটেনি । রাজ্যে মৃত্যুর হার বাড়েনি । কারণ সরকার এ ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ করেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.