ETV Bharat / bharat

ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস পরীক্ষায় সফলদের 18 জনই  JNU-এর - জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

যশস্বিনী সারস্বত ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ৷ ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, 2019 পরীক্ষায় অষ্টম হয়েছেন ৷ শুধু যশস্বিনীই নয় ৷ পরীক্ষায় সফল 32 জনের মধ্যে 18 জনই JNU-এর ৷

JNU
ফাইল ছবি
author img

By

Published : Jan 13, 2020, 8:16 PM IST

দিল্লি, 13 জানুয়ারি : প্রকাশিত হল ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস-2019-র পরীক্ষার ফলাফল । গোটা দেশে 32 জন পরীক্ষার্থী সফল হয়েছেন, যাদের 18 জন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েরই ৷ অষ্টম স্থান দখল করেছেন JNU-র যশস্বিনী সারস্বত ৷ ফলাফল সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমারের সঙ্গে দেখা করেন যশস্বিনী ।

উপাচার্যর সঙ্গে দেখা করার পর যশস্বিনী বলেন, "আমরা সকলেই খুব খুশি । আমরা JNU-এর 18 জন পরীক্ষায় সফল হয়েছি । আমি ভাগ্যবান যে, JNU-এর মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি । এর জন্য আমি গর্বিত । যখন কেউ এই প্রতিষ্ঠান নিয়ে খারাপ কথা বলে তখন খুবই খারাপ লাগে । কিন্তু এটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার ।"

প্রসঙ্গত, 5 জানুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রীতিমতো তাণ্ডব চালায় মুখ ঢাকা কয়েকজন দুূষ্কৃতী ৷ ঘটনার তদন্তে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় JNU-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে ৷ এদিকে ABVP সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠী আজ JNU-এর উপর হামলায় নকশালপন্থীদের হাত থাকার অভিযোগ তোলেন ৷

আজ থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন সেমেস্টার চালু হয়েছে ৷ উপাচার্য এম জগদীশ কুমার জানিয়েছেন, 50 শতাংশেরও বেশি পড়ুয়ারা আবাসনে বকেয়া টাকা জমা দিয়েছে ও নাম রেজিস্টার করেছে ৷ বাকিদেরও নাম রেজিস্টার করার আবেদন জানিয়েছেন উপাচার্য ৷ অন্যথায় চলতি শিক্ষাবর্ষের তালিকা থেকে তাদের নাম বাদ পড়তে পারে ৷

দিল্লি, 13 জানুয়ারি : প্রকাশিত হল ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস-2019-র পরীক্ষার ফলাফল । গোটা দেশে 32 জন পরীক্ষার্থী সফল হয়েছেন, যাদের 18 জন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েরই ৷ অষ্টম স্থান দখল করেছেন JNU-র যশস্বিনী সারস্বত ৷ ফলাফল সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমারের সঙ্গে দেখা করেন যশস্বিনী ।

উপাচার্যর সঙ্গে দেখা করার পর যশস্বিনী বলেন, "আমরা সকলেই খুব খুশি । আমরা JNU-এর 18 জন পরীক্ষায় সফল হয়েছি । আমি ভাগ্যবান যে, JNU-এর মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি । এর জন্য আমি গর্বিত । যখন কেউ এই প্রতিষ্ঠান নিয়ে খারাপ কথা বলে তখন খুবই খারাপ লাগে । কিন্তু এটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার ।"

প্রসঙ্গত, 5 জানুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রীতিমতো তাণ্ডব চালায় মুখ ঢাকা কয়েকজন দুূষ্কৃতী ৷ ঘটনার তদন্তে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় JNU-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে ৷ এদিকে ABVP সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠী আজ JNU-এর উপর হামলায় নকশালপন্থীদের হাত থাকার অভিযোগ তোলেন ৷

আজ থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন সেমেস্টার চালু হয়েছে ৷ উপাচার্য এম জগদীশ কুমার জানিয়েছেন, 50 শতাংশেরও বেশি পড়ুয়ারা আবাসনে বকেয়া টাকা জমা দিয়েছে ও নাম রেজিস্টার করেছে ৷ বাকিদেরও নাম রেজিস্টার করার আবেদন জানিয়েছেন উপাচার্য ৷ অন্যথায় চলতি শিক্ষাবর্ষের তালিকা থেকে তাদের নাম বাদ পড়তে পারে ৷

Chennai, Jan 13 (ANI): Ahead of the Pongal festival, people of Tamil Nadu's Chennai are gearing up to celebrate four-day long celebrations. Pongal is a harvest festival dedicated to the Sun God. Truckloads of sugarcanes and gingers were brought to Chennai's Koyambedu Wholesale Market Complex. It is one of the most auspicious festivals of Tamilians which is mainly celebrated to offer prayers to the Sun God for a good harvest. Pongal coincides with 'Makar Sankranti' which is celebrated in North India and begins a day after Lohri every year. It marks the start of the Sun's six-month-long journey towards Uttarayanam.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.