গুয়াহাটি, ২২ ফেব্রুয়ারি : বিষমদ খেয়ে মৃত্যু হল ১৮ জন শ্রমিকের। মৃতদের মধ্যে চারজন মহিলা। ঘটনাটি অসমের গোলাঘাট জেলার সালমারা চা বাগানের।
গতকাল গোলাঘাট জেলার সালমারা চা বাগানের শ্রমিকরা বিষমদ পান করে। এরপর অসুস্থ বোধ করায় তাদের গোলাঘাট স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। গতকাল চার মহিলার মৃত্যু হয়। আজ শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।