দিল্লি, 12 এপ্রিল : জমায়েতে বিতর্ক অব্যাহত ৷ এরই মাঝে ধৃত 17 জামাত সদস্যকে কোয়ারান্টাইন মেয়াদ শেষ হওয়ার পর পাঠানো হল কারাগারে ৷ প্রথমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তাদের ৷ এরপর তাদের কারাগারে পাঠানো হয় ৷
ভিসা এবং পাসপোর্টের নিয়ম লঙ্ঘনের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয় ৷ জানা গেছে , তারা প্রত্যেকেই ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের বাসিন্দা । সূত্রের খবর, পুলিশ তাজ ও কুরাইশ মসজিদ থেকে মোট 17 বিদেশি নাগরিকসহ 21 জন জামাত সদস্যকে গ্রেপ্তার করেছে ৷ এরপর তাদের নমুনা পরীক্ষা করা হয় ৷ তাদের রিপোর্ট নেগেটিভ আসে ৷
এরপর লকডাউন না মেনে জমায়েত করায় তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 269, 270, 271, 188 ধারায় এবং মহামারী রোগ আইন (1897) 03, পাসপোর্ট আইন (1967) ধারা 12 (3) তে FIR দায়ের করা হয় ৷ ধৃত প্রত্যেককে উপস্থিত মসজিদের জমায়েতে উপস্থিত থাকার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল ৷