ETV Bharat / bharat

র‍্যাগিং : মাথা কামিয়ে সিনিয়রকে স্যালিউট 150 মেডিকেল পড়ুয়ার

উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজে মাথা কামিয়ে সিনিয়রকে স্যালিউট করানো হয়েছে ৷

উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজে মাথা কামিয়ে সিনিয়রকে স্যালুট করানো হয়েছে ৷
author img

By

Published : Aug 21, 2019, 1:08 PM IST

Updated : Aug 21, 2019, 1:14 PM IST

লখনউ, 21 অগাস্ট : এক দল ছাত্র ৷ প্রায় 150 জন ৷ বয়স 19-এর বেশি হবে না ৷ প্রত্যেকেরই পরনে সাদা পোশাক, প্রত্যেকেরই মাথা কামানো ৷ বয়সে একটু বড় কাউকে দেখতে পেলেই মাথা নুইয়ে সম্মান জানাচ্ছেন তাঁরা ৷ যাঁদের স্যালিউট করা হচ্ছে, তাঁরা কলেজের সিনিয়র৷ আর যাঁরা স্যালিউট করছেন তাঁরা প্রথম বর্ষের পড়ুয়া ৷ রয়েছেন নিরাপত্তারক্ষী ৷ কিন্তু কোনও হেলদোল নেই ৷ উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজের র‌্যাগিংয়ের এমনই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে৷ জগিং করা বা কলেজ চত্বরে হাঁটার সময়ও বয়সে বড় কাউকে সম্মান প্রদর্শনের জন্য মাথা ঝুঁকিয়ে স্যালিউট ঠুকতে হচ্ছে তাঁদের ৷

উত্তরপ্রদেশ এতাওয়ার সাইফাইয়ে একটি মেডিকেল কলেজে (উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস) এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন উপাচার্য ড. রাজকুমার ৷ বলেছেন, বিশেষ র্​যাগিং স্কয়্যাড রয়েছে এ জাতীয় ঘটনা যাতে না ঘটে, তা দেখার জন্য ৷ দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের গ্রাম সাইফাই ৷ পরিবারের অনেকেই থাকেন এখনও ৷ যদিও এ ব্যাপারে তাঁদের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজে মাথা কামিয়ে সিনিয়রকে স্যালুট করানো হয়েছে ৷

উপাচার্যের দাবি, র‌্যাগিং দমন কমিটি রয়েছে ৷ নিরাপত্তারক্ষীদের চোখের সামনে এ জাতীয় ঘটনায় কোনও প্রতিবাদ হয়নি, এমন অভিযোগ আসায় তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷

সম্প্রতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর একটি রিপোর্ট প্রকাশ করেন ৷ তাতে বলা হয়েছে, 2015 সালে র‍্যাগিংয়ের অভিযোগ ছিল 423টি ৷ 2017 সালে সংখ্যাটা বেড়ে 901 হয়েছে ৷

লখনউ, 21 অগাস্ট : এক দল ছাত্র ৷ প্রায় 150 জন ৷ বয়স 19-এর বেশি হবে না ৷ প্রত্যেকেরই পরনে সাদা পোশাক, প্রত্যেকেরই মাথা কামানো ৷ বয়সে একটু বড় কাউকে দেখতে পেলেই মাথা নুইয়ে সম্মান জানাচ্ছেন তাঁরা ৷ যাঁদের স্যালিউট করা হচ্ছে, তাঁরা কলেজের সিনিয়র৷ আর যাঁরা স্যালিউট করছেন তাঁরা প্রথম বর্ষের পড়ুয়া ৷ রয়েছেন নিরাপত্তারক্ষী ৷ কিন্তু কোনও হেলদোল নেই ৷ উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজের র‌্যাগিংয়ের এমনই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে৷ জগিং করা বা কলেজ চত্বরে হাঁটার সময়ও বয়সে বড় কাউকে সম্মান প্রদর্শনের জন্য মাথা ঝুঁকিয়ে স্যালিউট ঠুকতে হচ্ছে তাঁদের ৷

উত্তরপ্রদেশ এতাওয়ার সাইফাইয়ে একটি মেডিকেল কলেজে (উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস) এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন উপাচার্য ড. রাজকুমার ৷ বলেছেন, বিশেষ র্​যাগিং স্কয়্যাড রয়েছে এ জাতীয় ঘটনা যাতে না ঘটে, তা দেখার জন্য ৷ দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের গ্রাম সাইফাই ৷ পরিবারের অনেকেই থাকেন এখনও ৷ যদিও এ ব্যাপারে তাঁদের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজে মাথা কামিয়ে সিনিয়রকে স্যালুট করানো হয়েছে ৷

উপাচার্যের দাবি, র‌্যাগিং দমন কমিটি রয়েছে ৷ নিরাপত্তারক্ষীদের চোখের সামনে এ জাতীয় ঘটনায় কোনও প্রতিবাদ হয়নি, এমন অভিযোগ আসায় তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷

সম্প্রতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর একটি রিপোর্ট প্রকাশ করেন ৷ তাতে বলা হয়েছে, 2015 সালে র‍্যাগিংয়ের অভিযোগ ছিল 423টি ৷ 2017 সালে সংখ্যাটা বেড়ে 901 হয়েছে ৷

Intro:एंकर-सूबे के इटावा जिले में स्थित सैफ़ई की मेडिकल यूनिवर्सिटी में एमबीबीएस में प्रवेश पाने वाले 150 छात्रों की जमकर रैगिंग की जाती है।रैंगिंग का यह सनसनीखेज वीडियो है।मेडिकल यूनिवर्सिटी सैफ़ई में एमबीबीएस प्रथम वर्ष के 150विद्यार्थियों के सर के मुंडन कराकर कक्षाओं में प्रवेश की अनुमति है।सूबे के सीएम योगी की सीधी देख रेख में चलने वाली इस यूनिवर्सिटी में जूनियर छात्रों के साथ सीनियर छात्रों की रैंगिंग आज भी जारी है।इटावा की सैफ़ई मेडिकल यूनिवर्सिटी में पिछले सात दिनों से यह सब चल रहा है।इस यूनिवर्सिटी में प्रवेश पाने वाले एमबीबीएस के प्रथम वर्ष के छात्रों की गोपनीय सूचना पर रैंगिंग के यह दृश्य ईटीवी ने अपने कैमरे में कैद किये हैं।सैफ़ई की इस मेडिकल यूनिवर्सिटी में सीनियर छात्रों ने इस वर्ष प्रवेश पाने वाले 150 जूनियर छात्रों के सिर के बालों का मुंडन करा दिया है और ये छात्र सिर झुकाकर सीनियर छात्रों के सामने अपनी कक्षाओं में प्रवेश करते हैं।इस रैंगिंग के चलते सैफ़ई मेडिकल यूनिवर्सिटी के प्रथम वर्ष के छात्रों में भारी दहशत है।Body:वीओ(1)-जूनियर छात्रों के साथ यूनिवर्सिटी में जारी इस रैंगिंग के बारे में जब यहां के कुलपति से बात की गई, तो वे पहले तो इस रैंगिंग के पक्ष में खड़े दिखाई दिए,लेकिन फिर बाद में कहने लगे कि वे इस रैंगिंग के मामले की जाँच कराएंगे।
Conclusion:वाइट-कुलपति, सैफ़ई मेडिकल यूनिवर्सिटी, इटावा।
Last Updated : Aug 21, 2019, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.