ETV Bharat / bharat

গড়চিরোলিতে IED বিস্ফোরণ মাওবাদীদের, শহিদ 15 নিরাপত্তারক্ষী

2009 সালের পর গড়চিরোলিতে এটিই সবথেকে বড় মাওবাদী হামলা। সেই হামলায় 51 জন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছিলেন ।

ঘটনাস্থান
author img

By

Published : May 1, 2019, 2:05 PM IST

Updated : May 1, 2019, 5:36 PM IST

গড়চিরোলি, 1 মে : গড়চিরোলিতে মাওবাদী হামলায় শহিদ হয়েছে কমপক্ষে 15 জন নিরাপত্তারক্ষী ৷ এছাড়াও নিরাপত্তারক্ষীরা যে বেসরকারি বাসে চেপে যাচ্ছিল, তার চালকও নিহত হয়েছে ৷ 2009 সালের পর গড়চিরোলিতে এটি মাওবাদীদের সবচেয়ে হামলার ঘটনা ৷

এক পুলিশ আধিকারিক জানান, আজ ভোররাতে গড়চিরোলির খুরখেদা এলাকায় 25টি গাড়ি জ্বালিয়ে দেয় মাওবাদীরা ৷ সেই ঘটনার তদন্তে বাসে চেপে গড়চিরোলি পুলিশের কুইক রেসপন্স টিম C-60 ঘটনাস্থানে যাচ্ছিল ৷ গাড়িটি লেনধ্রি পুলের কাছে পৌঁছাতে মাওবাদীরা IED বিস্ফোরণ ঘটায় ৷ শহিদ হয় 15 জন নিরাপত্তারক্ষী ৷ বাসের চালকেরও মৃত্যু হয় ৷ উদ্ধারকাজের জন্য ঘটনাস্থানে পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে ৷ 2009 সালের পর গড়চিরোলিতে এটি মাওবাদীদের সবচেয়ে হামলার ঘটনা ৷ 2009 সালের হামলায় 51 জন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছিলেন ৷

মহারাষ্ট্রে গত বছরের 22 এপ্রিল 40 জন মাওবাদীকে খতম করা হয় ৷ সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল মাওবাদীরা ৷ তা সত্ত্বেও কেন নিরাপত্তারক্ষীদের বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশেষত, যেখানে গত কয়েক সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে মাওবাদীরা ৷ গড়চিরোলিতে লোকসভা ভোট চলাকালীন একটি বুথের সামনে IED বিস্ফোরণ ঘটনায় মাওবাদীরা । ঘটনায় কেউ জখম হননি । সেই ঘটনার আগের দিনই আরও একটি IED বিস্ফোরণে এক CRPF জওয়ান গুরুতর জখম হন ৷ তারপরও নিরাপত্তা ঢিলেঢালা ছিল বলেই আজ মাওবাদীরা এতবড় হামলা চালাতে পেরেছে বলে বিভিন্ন মহলের অভিযোগ ৷

গড়চিরোলি, 1 মে : গড়চিরোলিতে মাওবাদী হামলায় শহিদ হয়েছে কমপক্ষে 15 জন নিরাপত্তারক্ষী ৷ এছাড়াও নিরাপত্তারক্ষীরা যে বেসরকারি বাসে চেপে যাচ্ছিল, তার চালকও নিহত হয়েছে ৷ 2009 সালের পর গড়চিরোলিতে এটি মাওবাদীদের সবচেয়ে হামলার ঘটনা ৷

এক পুলিশ আধিকারিক জানান, আজ ভোররাতে গড়চিরোলির খুরখেদা এলাকায় 25টি গাড়ি জ্বালিয়ে দেয় মাওবাদীরা ৷ সেই ঘটনার তদন্তে বাসে চেপে গড়চিরোলি পুলিশের কুইক রেসপন্স টিম C-60 ঘটনাস্থানে যাচ্ছিল ৷ গাড়িটি লেনধ্রি পুলের কাছে পৌঁছাতে মাওবাদীরা IED বিস্ফোরণ ঘটায় ৷ শহিদ হয় 15 জন নিরাপত্তারক্ষী ৷ বাসের চালকেরও মৃত্যু হয় ৷ উদ্ধারকাজের জন্য ঘটনাস্থানে পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে ৷ 2009 সালের পর গড়চিরোলিতে এটি মাওবাদীদের সবচেয়ে হামলার ঘটনা ৷ 2009 সালের হামলায় 51 জন নিরাপত্তারক্ষী শহিদ হয়েছিলেন ৷

মহারাষ্ট্রে গত বছরের 22 এপ্রিল 40 জন মাওবাদীকে খতম করা হয় ৷ সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল মাওবাদীরা ৷ তা সত্ত্বেও কেন নিরাপত্তারক্ষীদের বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশেষত, যেখানে গত কয়েক সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে মাওবাদীরা ৷ গড়চিরোলিতে লোকসভা ভোট চলাকালীন একটি বুথের সামনে IED বিস্ফোরণ ঘটনায় মাওবাদীরা । ঘটনায় কেউ জখম হননি । সেই ঘটনার আগের দিনই আরও একটি IED বিস্ফোরণে এক CRPF জওয়ান গুরুতর জখম হন ৷ তারপরও নিরাপত্তা ঢিলেঢালা ছিল বলেই আজ মাওবাদীরা এতবড় হামলা চালাতে পেরেছে বলে বিভিন্ন মহলের অভিযোগ ৷


Gadchiroli (Maharashtra) Mar 01 (ANI): Naxals have allegedly set ablaze 27 machines and vehicles at a road construction site in Kurkheda of Gadchiroli district on Wednesday. An encounter broke out between Central Reserve Police Force (CRPF) personnel and Naxals in the district of Gadchiroli on April 11. Further details are awaited.
Last Updated : May 1, 2019, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.