দিল্লি, 28 এপ্রিল : লকডাউনের জেরে আটকে পড়েছিলেন হরিয়ানায় । ইতিমধ্য়েই লকডাউনের মেয়াদ বাড়ায় রীতিমতো চিন্তায় পড়েছিলেন তাঁরা । একাধিক সমস্যারও মুখোমুখি হচ্ছিলেন । এই পরিস্থিতিতে সাইকেলে বিহারের উদ্দেশে রওনা দিয়েছিলেন 15 জন শ্রমিক । কিন্তু, মাঝপথেই তাঁদের আটকে দিল দিল্লি পুলিশ ।
এই শ্রমিকদের বাড়ি বিহারের মধুবনি এলাকায়। কাজের সূত্রে হরিয়ানার বাহাদুরগড়ে থাকতেন তাঁরা । কিন্তু এর মাঝেই কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করা হয় । তাই বাড়ি ফেরার ইচ্ছে থাকলেও আর ফেরা হয়নি। ভেবেছিলেন লকডাউন উঠলেই বাড়ি ফিরবেন । কিন্তু আবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয় । এই পরিস্থিতিতে রোজগার বন্ধ । তাই একাধিক সমস্যাও দেখা দিয়েছে । শেষে সাইকেল বিহারের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন এই 15 জন শ্রমিক । সেইমতো রওনা দিয়েছিলেন হরিয়ানার বাহাদুরগড় থেকে । কিন্তু দিল্লির ফতেপুরের কাছে তাঁদের আটকে দেয় পুলিশ ।
প্রথমে তাঁরা পুলিশের কথা শুনতে চাননি । কিন্তু পরে তাঁদের সামগ্রিক পরিস্থিতির কথা বোঝাতে সক্ষম হয় পুলিশ । আপাতত নিকটবর্তী রাধাস্বামী সৎসঙ্গ ভাট্টি মাইনসে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে ।