ETV Bharat / bharat

বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500 - বিশ্বের প্রথম সারির বিজ্ঞানী

তাদের প্রকাশ করা সেই তালিকায় মোট 1লক্ষ 59 হাজার 683 জনের নাম রয়েছে ৷ যে তালিকায় রয়েছেন ভারতের 1500 জন বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং অধ্য়াপকরা ৷ IIT BHU-র ডিরেক্টর প্রমোদ কুমার জৈন জানান, IIT BHU-র 14 জন অধ্য়াপকের নাম সেই তালিকায় রয়েছে ৷

14-scientists-from-iit-bhu-in-worlds-top-2-pc-scientists-list-by-stanford-university
বিশ্বের সেরা 2 শতাংশ বিজ্ঞানীদের তালিকায় ভারতের 1500 গবেষক
author img

By

Published : Nov 11, 2020, 8:08 PM IST

নিউদিল্লি, 11 নভেম্বর : বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের মধ্য়ে জায়গা করে নিলেন IIT বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক ৷ স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রকাশ করা তালিকায় তাঁদের নাম রয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয় সম্প্রতি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সেরা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ৷ যেখানে ভারতের বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক রয়েছেন ৷

তাদের প্রকাশ করা সেই তালিকায় মোট 1 লাখ 59 হাজার 683 জনের নাম রয়েছে ৷ যে তালিকায় রয়েছেন ভারতের 1500 বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং অধ্য়াপকরা ৷ IIT BHU-র ডিরেক্টর প্রমোদ কুমার জৈন জানান, IIT BHU-র 14 জন অধ্য়াপকের নাম সেই তালিকায় রয়েছে ৷ তাঁদের গবেষণাপত্রের আন্তর্জাতিক মূল্য়ায়নের ভিত্তিতেই স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয় ওই অধ্য়াপকদের নাম তালিকায় রেখেছে ৷ ওই 14 জন অধ্য়াপকের নামের তালিকায় রয়েছেন- রাজীব প্রকাশ, ডিন, রিসার্চ অ্য়ান্ড ডেভেলপমেন্ট, স্কুল অফ মেটেরিয়াল সায়েন্স অ্য়ান্ড টেকনোলজি বিভাগের প্রলয় মাইতি এবং ধনঞ্জয় পান্ডে, রসায়ন বিভাগ থেকে রয়েছেন যোগেজ চন্দ্র শর্মা এবং PC পান্ডে ৷ ফার্মাসিউটিকাল ইঞ্জিনিয়ারিং অ্য়ান্ড টেকনোলজি বিভাগের ব্রহ্মমেশ্বর মিশ্রা, সঞ্জয় সিং, SK সিং এবং MS মুথু সহ অন্য়ান্য়রা ৷

স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রকাশিত সেরা বিজ্ঞানীদের তালিকায় IIT গুয়াহাটির 22 জন অধ্য়াপকের নামও রয়েছে বলে সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে ৷

নিউদিল্লি, 11 নভেম্বর : বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের মধ্য়ে জায়গা করে নিলেন IIT বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক ৷ স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রকাশ করা তালিকায় তাঁদের নাম রয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয় সম্প্রতি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সেরা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ৷ যেখানে ভারতের বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক রয়েছেন ৷

তাদের প্রকাশ করা সেই তালিকায় মোট 1 লাখ 59 হাজার 683 জনের নাম রয়েছে ৷ যে তালিকায় রয়েছেন ভারতের 1500 বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার এবং অধ্য়াপকরা ৷ IIT BHU-র ডিরেক্টর প্রমোদ কুমার জৈন জানান, IIT BHU-র 14 জন অধ্য়াপকের নাম সেই তালিকায় রয়েছে ৷ তাঁদের গবেষণাপত্রের আন্তর্জাতিক মূল্য়ায়নের ভিত্তিতেই স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয় ওই অধ্য়াপকদের নাম তালিকায় রেখেছে ৷ ওই 14 জন অধ্য়াপকের নামের তালিকায় রয়েছেন- রাজীব প্রকাশ, ডিন, রিসার্চ অ্য়ান্ড ডেভেলপমেন্ট, স্কুল অফ মেটেরিয়াল সায়েন্স অ্য়ান্ড টেকনোলজি বিভাগের প্রলয় মাইতি এবং ধনঞ্জয় পান্ডে, রসায়ন বিভাগ থেকে রয়েছেন যোগেজ চন্দ্র শর্মা এবং PC পান্ডে ৷ ফার্মাসিউটিকাল ইঞ্জিনিয়ারিং অ্য়ান্ড টেকনোলজি বিভাগের ব্রহ্মমেশ্বর মিশ্রা, সঞ্জয় সিং, SK সিং এবং MS মুথু সহ অন্য়ান্য়রা ৷

স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রকাশিত সেরা বিজ্ঞানীদের তালিকায় IIT গুয়াহাটির 22 জন অধ্য়াপকের নামও রয়েছে বলে সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.