ETV Bharat / bharat

বিহারে কার্তিক পূর্ণিমায় স্নানে নেমে মৃত 14 - सीतामढ़ी में भी स्नान के दौरान तीन की मौत

নালন্দায় কার্তিক পূর্ণিমায় স্নান করতে গিয়ে তিন কিশোরীর মৃত্যু হয়েছে । এরা পাবাপূরির ঘোসরবার সকরি নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায় । মৃতদের নাম অংশু কুমারী (17), সোনম কুমারী (15) ও প্রীতি কুমারী (15) ।

গঙ্গা স্নানে বিহারের ১৪ জনের মৃত্যু
author img

By

Published : Nov 12, 2019, 1:04 PM IST

Updated : Nov 12, 2019, 1:12 PM IST

বিহার, 12 নভেম্বর : কার্তিক পূর্ণিমায় গঙ্গাস্নান করতে গিয়ে বিহারের বিভিন্ন জেলায় 14 জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে আটজনের মৃতদেহ পাওয়া গিয়েছে । বাকিদের দেহ উদ্ধারে চেষ্টা চলছে।
নালন্দায় কার্তিক পূর্ণিমায় স্নান করতে গিয়ে তিন কিশোরীর মৃত্যু হয়েছে । তারা পাবাপূরির ঘোসরবার সকরি নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায় । মৃতদের নাম অংশু কুমারী (17), সোনম কুমারী (15) ও প্রীতি কুমারী (15) । অন্যদিকে নাবাদার আকোল থানার সোখোদেবরার সূর্য মন্দিরে পুজো করতে গিয়ে দু'জন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে । সীতামদির সুপ্পি থানার টেঙ ঘাটের বাগমতি নদিতে স্নান করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে । বস্তিয়ারপুরে একজন মহিলার মৃত্যু হয়েছে । মুজফপুর সংগম ঘাটে স্নান করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মোতিহারিতে একজনের ও পটনার ধনরুয়াতে আরও একজন মারা গেছে ।

বিহার, 12 নভেম্বর : কার্তিক পূর্ণিমায় গঙ্গাস্নান করতে গিয়ে বিহারের বিভিন্ন জেলায় 14 জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে আটজনের মৃতদেহ পাওয়া গিয়েছে । বাকিদের দেহ উদ্ধারে চেষ্টা চলছে।
নালন্দায় কার্তিক পূর্ণিমায় স্নান করতে গিয়ে তিন কিশোরীর মৃত্যু হয়েছে । তারা পাবাপূরির ঘোসরবার সকরি নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায় । মৃতদের নাম অংশু কুমারী (17), সোনম কুমারী (15) ও প্রীতি কুমারী (15) । অন্যদিকে নাবাদার আকোল থানার সোখোদেবরার সূর্য মন্দিরে পুজো করতে গিয়ে দু'জন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে । সীতামদির সুপ্পি থানার টেঙ ঘাটের বাগমতি নদিতে স্নান করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে । বস্তিয়ারপুরে একজন মহিলার মৃত্যু হয়েছে । মুজফপুর সংগম ঘাটে স্নান করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মোতিহারিতে একজনের ও পটনার ধনরুয়াতে আরও একজন মারা গেছে ।
Intro:जिले में कार्तिक पूर्णिमा के अवसर पर स्नान करने गयी तीन युवती की डूबने से मौत हो गयी। बताया जाता है कि सकरी नदी में स्नान करने गयी तीन युवती डूब गई। Body:घटना के सम्बन्ध में बताया जाता है कि पावापुरी ओ पी अंतर्गत घोसरवा स्थित सकरी नदी में स्नान करने गयी तीन युवती की मौत डूबने से हुई।जिसकी पहचान मृतकों में अजय सिंह की पुत्री 17 वर्ष अंशु कुमारी और 15 वर्षीय सोनम कुमारी, वहीं तीसरा प्रीति कुमारी 17 वर्ष दीपू सिंह की पुत्री शामिल है। जबकि पांच छह की ग्रामीणों द्वारा बचाया गया जान। Conclusion:घटना की सूचना पर पुलिस और एस डी आर एफ की टीम मौके पर पहुची। और शव को बाहर निकाला गया। इस घटना से गांव में मातम छा गया।


राकेश कुमार संवाददाता
बिहारशरीफ
Last Updated : Nov 12, 2019, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.