ETV Bharat / bharat

মুম্বইয়ে ভেঙে পড়া বহুতলে এখনও আটকে অনেকে, মৃত বেড়ে 14

author img

By

Published : Jul 17, 2019, 8:45 AM IST

মুম্বইয়ের ডোংরি এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে । সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে ।

উদ্ধারকাজ

মুম্বই, 17 জুলাই : মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 14 । ধ্বংসস্তূপের নিচে এখনও 40 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে । উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে থাকে ।

গতকাল সকাল 11টা 40 মিনিট নাগাদ মুম্বইয়ের ডোংরিতে কেশরবাই নামে শতাব্দীপ্রাচীন একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে । প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা । পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয় । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ । কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় গাড়ি, বড় যন্ত্রপাতি বাড়িটির কাছে নিয়ে যাওয়া যাচ্ছিল না । ফলে উদ্ধারকাজ ব্যাহত হয় । উদ্ধারকারীদের সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রা । মানববন্ধন করে খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন । রাতভর চলে উদ্ধারকাজ ।

এই সংক্রান্ত আরও খবর : মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত 10, আটকে অনেকে

দুর্ঘটনার পরই ঘটনাস্থানে গেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ । তিনি বলেন, "প্রায় 100 বছরের পুরোনো ছিল বাড়িটি । 50-55 টি পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা রয়েছে । আমাদের এখন একমাত্র লক্ষ্য দ্রুত সকলকে উদ্ধার করা । "

এই সংক্রান্ত আরও খবর : মুম্বইতে ভেঙে পড়ল বহুতল, চলছে উদ্ধারকাজ

সপ্তাহখানেক আগেই প্রবল বৃষ্টির জেরে জলবন্দী ছিল এলাকাটি । তার জেরে বাড়ির ভিত দুর্বল হয়ে এই দুর্ঘটনা । যদিও দুর্ঘটনার দায় বৃহন্মুম্বই পৌরনিগমের উপর চাপিয়েছেন স্থানীয়রা । একজনের বক্তব্য, "পুরোনো বাড়ির সংস্কারের জন্য একাধিকবার পৌরনিগমের কাছে আবেদন জানানো হয়েছিল । কিন্তু, পৌরনিগম ঢিলেমি করে । পৌরনিগম ঠিক সময়ে ছাড়পত্র দিলে এই ঘটনা ঘটত না ।"

এই সংক্রান্ত আরও খবর : ধ্বংসস্তূপে আটকে থাকা দেহে তখনও রয়েছে প্রাণ, তারপর...

মুম্বই, 17 জুলাই : মুম্বইয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 14 । ধ্বংসস্তূপের নিচে এখনও 40 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে । উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে থাকে ।

গতকাল সকাল 11টা 40 মিনিট নাগাদ মুম্বইয়ের ডোংরিতে কেশরবাই নামে শতাব্দীপ্রাচীন একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে । প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা । পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয় । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ । কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় গাড়ি, বড় যন্ত্রপাতি বাড়িটির কাছে নিয়ে যাওয়া যাচ্ছিল না । ফলে উদ্ধারকাজ ব্যাহত হয় । উদ্ধারকারীদের সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রা । মানববন্ধন করে খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন । রাতভর চলে উদ্ধারকাজ ।

এই সংক্রান্ত আরও খবর : মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত 10, আটকে অনেকে

দুর্ঘটনার পরই ঘটনাস্থানে গেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ । তিনি বলেন, "প্রায় 100 বছরের পুরোনো ছিল বাড়িটি । 50-55 টি পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা রয়েছে । আমাদের এখন একমাত্র লক্ষ্য দ্রুত সকলকে উদ্ধার করা । "

এই সংক্রান্ত আরও খবর : মুম্বইতে ভেঙে পড়ল বহুতল, চলছে উদ্ধারকাজ

সপ্তাহখানেক আগেই প্রবল বৃষ্টির জেরে জলবন্দী ছিল এলাকাটি । তার জেরে বাড়ির ভিত দুর্বল হয়ে এই দুর্ঘটনা । যদিও দুর্ঘটনার দায় বৃহন্মুম্বই পৌরনিগমের উপর চাপিয়েছেন স্থানীয়রা । একজনের বক্তব্য, "পুরোনো বাড়ির সংস্কারের জন্য একাধিকবার পৌরনিগমের কাছে আবেদন জানানো হয়েছিল । কিন্তু, পৌরনিগম ঢিলেমি করে । পৌরনিগম ঠিক সময়ে ছাড়পত্র দিলে এই ঘটনা ঘটত না ।"

এই সংক্রান্ত আরও খবর : ধ্বংসস্তূপে আটকে থাকা দেহে তখনও রয়েছে প্রাণ, তারপর...

Mumbai, July 16 (ANI): The Deputy General of National Disaster Response Force (NDRF), S N Pradhan on Mumbai building collapse said, "3 teams of NDRF are engaged in rescue operations, pathway to the collapsed building is very narrow and the vehicles with rescue equipment are unable to reach there, team is carrying equipment on foot." The death toll has risen to four and at least eight people have been injured in the incident, so far. More than 40 people are feared trapped under the debris.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.