আলিগড়, ১৩ ফেব্রুয়ারি : দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি (AMU)-র ১৪ জন পড়ুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করল পুলিশ। স্থানীয় এক BJP নেতা থানায় অভিযোগ দায়ের করেছেন।
BJP নেতা মুকেশ কুমার লোদির দাবি, তিনি ও তাঁর অনুগামীদের বাইকে BJP-র স্টিকার ছিল। সেজন্য ইউনিভার্সিটির পড়ুয়ারা মূল গেটের বাইরে তাঁদের মারধর করে। তাঁর অভিযোগ, সেই সময় পাকিস্তানপন্থী স্লোগান দেওয়া হয়।
এছাড়াও, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বচসায় জড়িয়ে পড়ে পড়ুয়ারা। তাদের অভিযোগ, পর্যাপ্ত অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ইউনিভার্সিটির ভিতরে ছবি তুলছিলেন। বারণ করায় নিরাপত্তারক্ষী ও আধিকারিকদের সঙ্গেও তাঁরা দুর্ব্যবহার করছিলেন। পরে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও পড়ুয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
পড়ুয়াদের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করার পর ইউনিভার্সিটি চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। একটি সংবাদসংস্থার খবর অনুযায়ী, পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ABVP সদস্যের বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটির ক্যাম্প্যাসে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়েছে। এলাকায় RAF মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আলিগড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।