ETV Bharat / bharat

সাড়ে তিন হাজারের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃতের সংখ্যাও

author img

By

Published : Jan 20, 2021, 1:52 PM IST

Updated : Jan 21, 2021, 12:04 PM IST

গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বগামী, তবে নিয়ন্ত্রণে
গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বগামী, তবে নিয়ন্ত্রণে

বেশ কয়েকদিন ধরেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাটা 15 হাজারের মধ্যে ঘোরা ফেরা করছে । সুস্থতার হার তুলনামূলক বেশি ।

দিল্লি, 20 জানুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 13 হাজার 823 জন । মঙ্গলবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 10 হাজার 64 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 5 লাখ 95 হাজার 660 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 162 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 137 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 52 হাজার 718 জনের । গত 24 ঘণ্টায় 16 হাজার 988 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 2 লাখ 45 হাজার 741 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 97 হাজার 201 ।

আরও পড়ুন : আজ থেকে ছয় দেশে কোরোনার টিকা সরবরাহ করবে ভারত

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 19 লাখ 94 হাজার 977 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 94 হাজার 839 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত হয়েছে 9 লাখ 33 হাজার 77 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 13 হাজার 12 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 86 হাজার 245 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 77 হাজার 443 জন ।

Last Updated :Jan 21, 2021, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.