ETV Bharat / bharat

ধর্ষণ করে চোখ খুবলে, জিভ কেটে 13 বছরের নাবালিকাকে খুন উত্তরপ্রদেশে - 13 বছরের নাবালিকাকে খুন উত্তরপ্রদেশে

শুক্রবার দুপুর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি । এরপর গতকাল সকালে আখের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার করা হয় । ধর্ষিতার বাবার কথায় , তার চোখ খুবলে নেওয়া হয়েছিল । জিভ কেটে দেওয়া হয়েছিল এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।

Uttar Pradesh
ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 16, 2020, 10:21 AM IST

লখনউ, 16 অগাস্ট : ফের একটি নৃশংস ঘটনা । উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলা । গতকাল জেলা সংলগ্ন আখের ক্ষেত থেকে 13 বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর , ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । ঘটনায় ওই নাবালিকার গ্রামেরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে , শুক্রবার দুপুর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি । এরপর গতকাল সকালে আখের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার করা হয় । ধর্ষিতার বাবার কথায় , তার চোখ খুবলে নেওয়া হয়েছিল । জিভ কেটে দেওয়া হয়েছিল এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে , মেয়েটির ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে । ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ , খুন এবং ন্যাশনাল সিকিউরটি অ্য়াক্টের আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা প্রথম নয় । ফলে যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এই ঘটনার শোকপ্রকাশ করে একটি টুইটে লেখেন ঘটনাটি "অত্যন্ত লজ্জাজনক" । পাশাপাশি যোগী আদিত্যনাথ সরকারকে কটাক্ষ করে লেখেন, "এই জাতীয় ঘটনা যদি অব্যাহত থাকে, তবে সমাজবাদী পার্টি এবং বর্তমান BJP-র সরকারগুলির মধ্যে পার্থক্য কী ? "

ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদও এই ঘটনায় মন্তব্য করেন । তিনি বলেন , " BJP সরকারের অধীনে দলিত নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে । যদি এটি জঙ্গল রাজ না হয়, তবে কী ? আমাদের মেয়েরা নিরাপদ নয় , আমাদের বাড়িগুলি নিরাপদ নয় , সব জায়গায় যেন একটা ভয়ের পরিবেশ । যোগী (আদিত্যনাথ) পদত্যাগ করা উচিত । "

গত সপ্তাহে একটি ধর্ষণের ঘটনার সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশ । ছয় বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় । ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

লখনউ, 16 অগাস্ট : ফের একটি নৃশংস ঘটনা । উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলা । গতকাল জেলা সংলগ্ন আখের ক্ষেত থেকে 13 বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর , ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । ঘটনায় ওই নাবালিকার গ্রামেরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে , শুক্রবার দুপুর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি । এরপর গতকাল সকালে আখের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার করা হয় । ধর্ষিতার বাবার কথায় , তার চোখ খুবলে নেওয়া হয়েছিল । জিভ কেটে দেওয়া হয়েছিল এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে , মেয়েটির ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে । ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ , খুন এবং ন্যাশনাল সিকিউরটি অ্য়াক্টের আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা প্রথম নয় । ফলে যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এই ঘটনার শোকপ্রকাশ করে একটি টুইটে লেখেন ঘটনাটি "অত্যন্ত লজ্জাজনক" । পাশাপাশি যোগী আদিত্যনাথ সরকারকে কটাক্ষ করে লেখেন, "এই জাতীয় ঘটনা যদি অব্যাহত থাকে, তবে সমাজবাদী পার্টি এবং বর্তমান BJP-র সরকারগুলির মধ্যে পার্থক্য কী ? "

ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদও এই ঘটনায় মন্তব্য করেন । তিনি বলেন , " BJP সরকারের অধীনে দলিত নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে । যদি এটি জঙ্গল রাজ না হয়, তবে কী ? আমাদের মেয়েরা নিরাপদ নয় , আমাদের বাড়িগুলি নিরাপদ নয় , সব জায়গায় যেন একটা ভয়ের পরিবেশ । যোগী (আদিত্যনাথ) পদত্যাগ করা উচিত । "

গত সপ্তাহে একটি ধর্ষণের ঘটনার সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশ । ছয় বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় । ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.