ETV Bharat / bharat

রাজস্থানে বাস-বোলেরোর সংঘর্ষে মৃত 16 - খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ

বাস ও বোলেরোর সংঘর্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 10 জন ৷ আজ দুপুরে রাজস্থানের ধাধানিয়া গ্রামের কাছে জয়সলমের ও যোধপুর রোডে বাস ও বোলেরোর মধ্যে সংঘর্ষ হয় ৷ গুরুতর আহত 10

ছবি
author img

By

Published : Sep 27, 2019, 5:06 PM IST

Updated : Sep 27, 2019, 5:17 PM IST

জয়পুর, 27 সেপ্টেম্বর : রাজস্থানে বাস ও বোলেরোর সংঘর্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 10 জন ৷ তাঁদের গুরুতর অবস্থায় যোধপুর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ দুপুর নাগাদ রাজস্থানের ধাধানিয়া গ্রামের কাছে জয়সলমের ও যোধপুর রোডে বাস ও বোলেরোর মধ্যে সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় 13 জনের ৷ তড়িঘড়ি স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ যোধপুরের এক স্থানীয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে 6 জন মহিলা, 9 জন পুরুষ ও এক শিশুও রয়েছে ৷ গুরুতর অবস্থায় 10 জন যোধপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷

জয়পুর, 27 সেপ্টেম্বর : রাজস্থানে বাস ও বোলেরোর সংঘর্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 10 জন ৷ তাঁদের গুরুতর অবস্থায় যোধপুর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ দুপুর নাগাদ রাজস্থানের ধাধানিয়া গ্রামের কাছে জয়সলমের ও যোধপুর রোডে বাস ও বোলেরোর মধ্যে সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় 13 জনের ৷ তড়িঘড়ি স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ যোধপুরের এক স্থানীয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে 6 জন মহিলা, 9 জন পুরুষ ও এক শিশুও রয়েছে ৷ গুরুতর অবস্থায় 10 জন যোধপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷

Mumbai, Sep 27 (ANI): Nationalist Congress Party (NCP) leaders arrived at Sharad Pawar's residence in Mumbai. Joint CP Vinay Choubey along with a team of police officers arrived at Pawar's residence. NCP leader Nawab Malik claimed that Bharatiya Janata Party (BJP) government is misusing Enforcement Directorate (ED) in connection with Sharad Pawar's name in Rs 5,000 crore Maharashtra State Co-operative Bank (MSCB) scam case. While speaking to mediapersons, Malik said, "Police is detaining NCP workers in Mumbai and in other parts of the state, which is not right. Sharad Pawar will definitely go to ED office at 2 pm today. BJP government is misusing Enforcement Directorate."
Last Updated : Sep 27, 2019, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.