ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত INS শিবাজির 12 জন প্রশিক্ষণরত নাবিক

author img

By

Published : Jun 24, 2020, 4:54 PM IST

18 জুন প্রথম INS শিবাজির এক প্রশিক্ষণরত নাবিক কোরোনায় আক্রান্ত হন । মোট 12 জন প্রশিক্ষণরত নাবিকের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে ।

12 trainee sailors of INS Shivaji tested COVID-19 positive
ভারতীয় নৌসেনা

পুণে, 24 জুন : INS শিবাজির 12 জন প্রশিক্ষণরত নাবিক কোরোনায় আক্রান্ত । লোনাভালায় অবস্থিত INS শিবাজি নৌ সেনার অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র । 18 জুন প্রথম এক প্রশিক্ষণরত নাবিকের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । মোট 157 জন নাবিক সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন । সংক্রমিত নাবিক ওই ব্যাচের অংশ ছিলেন ।

নৌসেনার পক্ষ থেকে গতকাল জানানো হয়, লকডাউনের কারণে প্রশিক্ষণরত নাবিকরা বাড়ি ফিরে গিয়েছিলেন । জুনের প্রথম সপ্তাহে তাদের প্রথম ব্যাচ ফেরে । ফেরার পর ওই নাবিকদের 14 দিন কোয়ারানটিনে রাখা হয় । ওই ব্যাচের একজনের শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । তাঁঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 18 জুন রিপোর্ট পজ়িটিভ আসে । ওই নাবিকের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁঁদের পরীক্ষা করা হয়েছে । 157 জনের মধ্যে 12 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, একটি কোয়ারানটিন ব্লকে কোরোনা সংক্রমণ ধরা পড়লেও বাকি ব্লকগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই । তা সত্ত্বেও সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । কোরোনা নিয়ে কেন্দ্রীয় সরকার যে নির্দেশ জারি করেছে তা মেনে চলা হবে বলে নৌ সেনার তরফে জানানো হয়েছে ।

পুণে, 24 জুন : INS শিবাজির 12 জন প্রশিক্ষণরত নাবিক কোরোনায় আক্রান্ত । লোনাভালায় অবস্থিত INS শিবাজি নৌ সেনার অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র । 18 জুন প্রথম এক প্রশিক্ষণরত নাবিকের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । মোট 157 জন নাবিক সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন । সংক্রমিত নাবিক ওই ব্যাচের অংশ ছিলেন ।

নৌসেনার পক্ষ থেকে গতকাল জানানো হয়, লকডাউনের কারণে প্রশিক্ষণরত নাবিকরা বাড়ি ফিরে গিয়েছিলেন । জুনের প্রথম সপ্তাহে তাদের প্রথম ব্যাচ ফেরে । ফেরার পর ওই নাবিকদের 14 দিন কোয়ারানটিনে রাখা হয় । ওই ব্যাচের একজনের শরীরে কোরোনার উপসর্গ দেখা যায় । তাঁঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 18 জুন রিপোর্ট পজ়িটিভ আসে । ওই নাবিকের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁঁদের পরীক্ষা করা হয়েছে । 157 জনের মধ্যে 12 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

নৌবাহিনীর তরফে আরও জানানো হয়েছে, একটি কোয়ারানটিন ব্লকে কোরোনা সংক্রমণ ধরা পড়লেও বাকি ব্লকগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই । তা সত্ত্বেও সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । কোরোনা নিয়ে কেন্দ্রীয় সরকার যে নির্দেশ জারি করেছে তা মেনে চলা হবে বলে নৌ সেনার তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.