ETV Bharat / bharat

বিহারে স্করপিও-ট্রাক্টরের সংঘর্ষে মৃত 12

বিহারে পথ দুর্ঘটনায় মৃত 12 । আহত 4 ৷

author img

By

Published : Mar 7, 2020, 7:44 AM IST

Updated : Mar 7, 2020, 3:04 PM IST

Road Accident
পথ দুর্ঘটনা

মুজাফ্ফরপুর, 7 মার্চ: বিহারের মুজাফফরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 12 জনের । আহত হয়েছে চারজন ৷ কান্তি থানা এলাকায় 28 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থানে পৌঁছায় কান্তি থানার পুলিশ ৷
সরমাসপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে দ্রুতগতিতে আসা স্করপিওর সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে যায় ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

বিহারের মুজাফফরপুরে 28 নম্বর জাতীয় সড়কে স্করপিও-ট্রাক্টরের সংঘর্ষ

ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানেই 10 জনের মৃত্য়ু হয় ৷ আহতদের চিকিৎসার জন্য SKMCH হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসা চলাকালীন আরও দু'জনের মৃত্যু হয় । চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷

কান্তি থানার পুলিশ আধিকারিক সচিদানন্দ সিংহ বলেন, মৃতরা প্রত্যেকে মোজাফফরপুর জেলার হাতোরির বাসিন্দা।

মুজাফ্ফরপুর, 7 মার্চ: বিহারের মুজাফফরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 12 জনের । আহত হয়েছে চারজন ৷ কান্তি থানা এলাকায় 28 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থানে পৌঁছায় কান্তি থানার পুলিশ ৷
সরমাসপুর স্বাস্থ্যকেন্দ্রের সামনে দ্রুতগতিতে আসা স্করপিওর সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে যায় ৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

বিহারের মুজাফফরপুরে 28 নম্বর জাতীয় সড়কে স্করপিও-ট্রাক্টরের সংঘর্ষ

ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানেই 10 জনের মৃত্য়ু হয় ৷ আহতদের চিকিৎসার জন্য SKMCH হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসা চলাকালীন আরও দু'জনের মৃত্যু হয় । চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷

কান্তি থানার পুলিশ আধিকারিক সচিদানন্দ সিংহ বলেন, মৃতরা প্রত্যেকে মোজাফফরপুর জেলার হাতোরির বাসিন্দা।

Last Updated : Mar 7, 2020, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.