দিল্লি, 6 জুলাই : তিনি স্প্যানিশ ফ্লুর আতঙ্ক দেখেছেন ৷ 102 বছর পর দেখলেন কোরোনা আতঙ্ক ৷ শুধু দেখলেনই না ৷ নিজে আক্রান্ত হন ৷ আর কোরোনার সঙ্গে লড়াইয়ে জয়ীও হলেন দিল্লির 106 বছরের এক বৃদ্ধ ৷
স্প্যানিশ ফ্লু ৷ 102 বছর আগে কোরোনার মতো আতঙ্ক ছড়িয়েছিল এই ভাইরাস ৷ 1918 থেকে 1920 সাল পর্যন্ত ওই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিল বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ ৷ প্রাণ কেড়েছিল বিশ্বের প্রায় 4 কোটি মানুষের ৷ বলা হয়, মৃতদের এক-পঞ্চমাংশ শুধু ভারতের ছিল ৷ ভারতের বন্দর শহরগুলিতে প্রথম স্প্যানিশ ফ্লু ছড়িয়েছিল ৷ যেমন, মুম্বই (বম্বে), কলকাতা (ক্যালকাটা), দিল্লি ও চেন্নাই (মাদ্রাজ়) ৷ এই বন্দরগুলিতে বিদেশ থেকে এসে লোকজন ভারতে পা রাখতেন ৷
এক শতক পেরিয়ে বিশ্ব এখন কাঁপছে কোরোনা আতঙ্কে ৷ ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ৷ আর রাজধানী দিল্লিরই 106 বছরের ওই বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ আক্রান্ত হন তাঁর পরিবারের আরও তিনজন ৷
রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ও তাঁর পরিবারের অন্য আক্রান্তের ভরতি করা হয় ৷ আক্রান্তদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী, 70 বছরের পুত্র এবং আর একজন ৷ চিকিৎসার পর ওই বৃদ্ধ ও পরিবারের অন্যরা সুস্থ হয়েছেন ৷ মাস দেড়েক আগে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ এতদিন পর বিষয়টি সামনে এসেছে ৷
চিকিৎসকরা বলছেন, ওই বৃদ্ধ সম্ভবত কোরোনায় আক্রান্ত দিল্লির প্রথম ব্যক্তি, যিনি স্প্যানিশ ফ্লুর আতঙ্ক দেখেছেন ৷ তবে স্প্যানিশ ফ্লুতে ওই বৃদ্ধ আক্রান্ত হয়েছিলেন কি না , তা জানা যায়নি ৷ হাসপাতালের এক চিকিৎসক বলেন, "তিনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন কি না জানি না ৷ দিল্লির ওই সময়ের বেশি তথ্য আমাদের হাতে নেই ৷ তবে সেইসময় খুবই কম হাসপাতাল ছিল ৷" স্প্যানিশ ফ্লুতে তিনি আক্রান্ত না হলেও জীবনে দুটো মহামারি দেখলেন ৷
কোরোনাজয়ী এই বৃদ্ধের ইচ্ছেশক্তি দেখে অবাক চিকিৎসকরা ৷ এক চিকিৎসক বলেন, ওই বৃদ্ধের 70 বছরের ছেলেও কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ কিন্তু, ছেলের থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷
প্রসঙ্গত, দিল্লিতে এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 97 হাজার পেরিয়েছে ৷ মৃত্যু হয়েছে 3,004 জনের ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছ 68 হাজারের বেশি ৷