ETV Bharat / bharat

ব্রিটেনের কোরোনার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্য়া 102 - ব্রিটেন

স্বাস্থ্য় মন্ত্রকের তরফে বুধবার বলা হয়েছে, ‘‘ব্রিটেনের নয়া কোরোনার স্টেন্টে ভারতের মোট 102 জন নাগরিক আক্রান্ত হয়েছেন ৷’’ সংক্রমণের শিকার হওয়া সবাইকে নির্ধারিত স্বাস্থ্য় পরিষেবা দিয়ে একাকি একটি ঘরে কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ তাঁদের সংস্পর্শে এসেছেন এমন সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ আর কারা এদের সংস্পর্শে এসেছেন তার খোঁজ চালানো হচ্ছে ৷

102-people-found-infected-with-uk-strain-of-coronavirus-health-ministry
ব্রিটেনের কোরোনার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্য়া 102
author img

By

Published : Jan 13, 2021, 5:09 PM IST

দিল্লি, 13 জ়ানুয়ারি : ইংল্য়ান্ডের কোরোনা নয়া স্টেন্ট পাওয়া গেল আরও বেশ কয়েকজন ভারতীয়র মধ্যে ৷ যার ফলে ব্রিটেনের কোরোনার স্টেন্টে আক্রান্তের সংখ্য়া বর্তমানে 102. বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ জ়ানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত এই সংখ্য়াটা ছিল 96 ৷

স্বাস্থ্য় মন্ত্রকের তরফে বুধবার বলা হয়েছে, ‘‘ব্রিটেনের নয়া কোরোনার স্টেন্টে ভারতের মোট 102 জন নাগরিক আক্রান্ত হয়েছেন ৷’’ সংক্রমণের শিকার হওয়া সবাইকে নির্ধারিত স্বাস্থ্য় পরিষেবা দিয়ে একা একটি ঘরে কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ তাঁদের সংস্পর্শে এসেছেন এমন সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ আর কারা এদের সংস্পর্শে এসেছেন তার খোঁজ চালানো হচ্ছে ৷ এমনকি আরও কোরোনার নমুনা জ়েনোম পরীক্ষার জন্য় পাঠানো হচ্ছে ৷ এর জন্য় সব রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশিকা এবং সাহায্য় করা হচ্ছে বলে স্বাস্থ্য়মন্ত্রক জানিয়েছে ৷

আরও পড়ুন : ঐতিহাসিক মুহূর্ত : ভ্যাকসিন সরবরাহের পর বললেন পুনাওয়ালা

সেই মত নিয়মিত নজরদারি, কোয়ারেন্টাইন, কোরোনার পরীক্ষা এবং সেই নমুনাকে জ়েনোম পরীক্ষার জন্য় ল্য়াবে পাঠানো হচ্ছে ৷ ভারত ছাড়াও, ব্রিটেনের কোরোনার নয়া স্ট্রেনে ডেনমার্ক, নেদারল্য়ান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজ়ারল্য়ান্ড, জ়ার্মানি, কানাডা, জ়াপান, লেবানন ও সিঙ্গাপুরের নাগরিকরাও আক্রান্ত হয়েছেন ৷

দিল্লি, 13 জ়ানুয়ারি : ইংল্য়ান্ডের কোরোনা নয়া স্টেন্ট পাওয়া গেল আরও বেশ কয়েকজন ভারতীয়র মধ্যে ৷ যার ফলে ব্রিটেনের কোরোনার স্টেন্টে আক্রান্তের সংখ্য়া বর্তমানে 102. বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ জ়ানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত এই সংখ্য়াটা ছিল 96 ৷

স্বাস্থ্য় মন্ত্রকের তরফে বুধবার বলা হয়েছে, ‘‘ব্রিটেনের নয়া কোরোনার স্টেন্টে ভারতের মোট 102 জন নাগরিক আক্রান্ত হয়েছেন ৷’’ সংক্রমণের শিকার হওয়া সবাইকে নির্ধারিত স্বাস্থ্য় পরিষেবা দিয়ে একা একটি ঘরে কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ তাঁদের সংস্পর্শে এসেছেন এমন সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ আর কারা এদের সংস্পর্শে এসেছেন তার খোঁজ চালানো হচ্ছে ৷ এমনকি আরও কোরোনার নমুনা জ়েনোম পরীক্ষার জন্য় পাঠানো হচ্ছে ৷ এর জন্য় সব রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশিকা এবং সাহায্য় করা হচ্ছে বলে স্বাস্থ্য়মন্ত্রক জানিয়েছে ৷

আরও পড়ুন : ঐতিহাসিক মুহূর্ত : ভ্যাকসিন সরবরাহের পর বললেন পুনাওয়ালা

সেই মত নিয়মিত নজরদারি, কোয়ারেন্টাইন, কোরোনার পরীক্ষা এবং সেই নমুনাকে জ়েনোম পরীক্ষার জন্য় ল্য়াবে পাঠানো হচ্ছে ৷ ভারত ছাড়াও, ব্রিটেনের কোরোনার নয়া স্ট্রেনে ডেনমার্ক, নেদারল্য়ান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজ়ারল্য়ান্ড, জ়ার্মানি, কানাডা, জ়াপান, লেবানন ও সিঙ্গাপুরের নাগরিকরাও আক্রান্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.