বেঙ্গালুরু, 27 জুন : বেঙ্গালুরুতে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেন 100 বছরের এক বৃদ্ধা । কোরোনায় আক্রান্ত ওই বৃদ্ধাকে 18 জুন বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতাল সূত্রে খবর, মাত্র 9 দিনেই কোরোনা মুক্ত হয়ে ওঠেন তিনি । ওই হাসপাতালে এখনও পর্যন্ত তিনিই সবথেকে বেশি বয়স্ক, যিনি কোরোনাকে জয় করেছেন ৷
এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসকে আটকাতে উপযুক্ত প্রতিষেধক বের হয়নি। তাই শরীরের প্রতিরোধ ক্ষমতার জোরই কোরোনাকে হারানোর একমাত্র উপায়। বয়স্কদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাই তাদের বেশি সতর্ক থাকার দরকার। প্রয়োজন ছাড়া বয়স্কদের বাড়ির বাইরে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কোরোনায় মৃতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক এবং অন্য কোনও রোগের আক্রান্ত থাকা ব্যক্তিদের মৃত্যুহার বেশি। কিন্তু এর পরেও কোরোনায় জয়ী হয়ে অনেক বয়স্ক ব্যক্তিই নজির গড়েছেন।
ইতিমধ্যে, দিল্লিতে কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 106 বছরের এক বৃদ্ধ। এখনও পর্যন্ত তিনিই দেশের বয়সজেষ্ঠ কোরোনা জয়ী। এছাড়াও কেরালার 95 বছরের এক বৃদ্ধা কোরোনাকে জয় করেছেন। এই পরিসংখ্যানে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। কয়েকদিন আগেই কোরোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ময়নাগুড়ির মেহেরি গ্রামের পঁচাত্তর বছরের এক মহিলা।