ETV Bharat / bharat

কোরোনায় মৃত্যু হয়েছে 100 আধা-সামরিক কর্মীর, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক - CAPFs

লকডাউন চলাকালীন, অভ্যন্তরীণ সুরক্ষা ও কনটেনমেন্ট জ়োনগুলিতে আইন শৃঙ্খলা রক্ষা করার সময় সর্বাধিক সংখ্যক আধাসামরিক কর্মী ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন । গ্রেটার নয়ডায় ITBP-র যে হাসপাতাল রয়েছে , সেখানে এখনও পর্যন্ত CAPF-র 1 হাজার 150 জন কোরোনায় আক্রান্ত কর্মী ও তাঁদের পরিবারের চিকিৎসা হয়েছে ৷

Corona
Corona
author img

By

Published : Sep 16, 2020, 10:46 AM IST

দিল্লি , 16 সেপ্টেম্বর : কোরোনায় জর্জরিত গোটা বিশ্ব ৷ সাধারণ মানুষ থেকে হেভিওয়েট ব্যক্তি , ডাক্তার , পুলিশ কেউই এর প্রকোপ থেকে বাদ যাননি ৷ এর প্রভাব পড়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতেও (CAPFs) ৷ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 100 জন কোরোনায় মারা গেছেন এবং এখনও পর্যন্ত 25 হাজার 418 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল লোকসভার বাদল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

মঙ্গলবার লোকসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ’’10 সেপ্টেম্বর পর্যন্ত কোরোনা ভাইরাসের কারণে CRPF-র মোট 35 জন , BSF-র 23 জন , CISF-র 24 জন এবং ITBP-র সাতজন মারা গেছেন । এছাড়া, সশস্ত্র সীমা বল (SSB) -র ছয়জন এবং অসম রাইফেলসের পাঁচজন মারা গেছেন ৷’’

তিনি আরও বলেন , " ডিউটি চলাকালীন যদি কোনও CRPF কর্মী কোরোনায় আক্রান্ত হন, তাহলে তাঁর পরিবারকে ’ভারত কে বীর’ ফান্ডের আওতায় 15 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ "

লকডাউন চলাকালীন, অভ্যন্তরীণ সুরক্ষা ও কনটেনমেন্ট জ়োনগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষার সময় সর্বাধিক সংখ্যক আধাসামরিক বাহিনী ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন । গ্রেটার নয়ডায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ(ITBP)-এর যে হাসপাতাল রয়েছে , সেখানে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী-র (CAPFs) 1 হাজার 150 জন কোরোনায় আক্রান্ত কর্মী ও তাঁদের পরিবারের চিকিৎসা হয়েছে ৷

দিল্লি , 16 সেপ্টেম্বর : কোরোনায় জর্জরিত গোটা বিশ্ব ৷ সাধারণ মানুষ থেকে হেভিওয়েট ব্যক্তি , ডাক্তার , পুলিশ কেউই এর প্রকোপ থেকে বাদ যাননি ৷ এর প্রভাব পড়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতেও (CAPFs) ৷ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর 100 জন কোরোনায় মারা গেছেন এবং এখনও পর্যন্ত 25 হাজার 418 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল লোকসভার বাদল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

মঙ্গলবার লোকসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ’’10 সেপ্টেম্বর পর্যন্ত কোরোনা ভাইরাসের কারণে CRPF-র মোট 35 জন , BSF-র 23 জন , CISF-র 24 জন এবং ITBP-র সাতজন মারা গেছেন । এছাড়া, সশস্ত্র সীমা বল (SSB) -র ছয়জন এবং অসম রাইফেলসের পাঁচজন মারা গেছেন ৷’’

তিনি আরও বলেন , " ডিউটি চলাকালীন যদি কোনও CRPF কর্মী কোরোনায় আক্রান্ত হন, তাহলে তাঁর পরিবারকে ’ভারত কে বীর’ ফান্ডের আওতায় 15 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ "

লকডাউন চলাকালীন, অভ্যন্তরীণ সুরক্ষা ও কনটেনমেন্ট জ়োনগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষার সময় সর্বাধিক সংখ্যক আধাসামরিক বাহিনী ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন । গ্রেটার নয়ডায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ(ITBP)-এর যে হাসপাতাল রয়েছে , সেখানে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী-র (CAPFs) 1 হাজার 150 জন কোরোনায় আক্রান্ত কর্মী ও তাঁদের পরিবারের চিকিৎসা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.