বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি : রবিবারের ঘোষণা অনুযায়ীই আজ কর্নাটকের মন্ত্রী হিসেবে শপথ নিলেন BJP তে যোগ দেওয়া 10 দলত্যাগী বিধায়ক ৷ কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ছেড়ে যে সব বিধায়ক BJP তে যোগ দিয়েছিলেন, তাঁরা মন্ত্রী পদ পাবেন, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ কথা মতোই আজ সকাল সাড়ে 10টায় রাজভবনে শপথ নিলেন নতুন 10 জন ৷
মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, ‘‘ উমেশ কাট্টিকে মন্ত্রিত্ব পদ দেওয়া হবেই ৷ আমরা মহেশ কুমাথালির সঙ্গেও কথা বলছি ৷ তাঁকে আপাতত মন্ত্রী করা না হলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ আপাতত যে সব নেতা দলত্য়াগ করে BJP-তে যোগ দিয়েছেন, তাঁরাই মন্ত্রীপদে বসবেন ৷ বাকি সিদ্ধান্ত দিল্লিতে দলীয় বৈঠক থেকে ফেরার পরই নেওয়া হবে ৷ ’’
কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ছেড়ে 13জন বিধায়ক গত জুলাই মাসে BJPতে যোগ দেওয়ায় কর্নাটকে ক্ষমতায় আসে BJP ৷ মন্ত্রিসভার 34টি আসনের মধ্যে 18 টি পদ পূরণ হলেও খালি ছিল 16টি পদ ৷ রবিবার ইয়েদুরাপ্পা ঘোষণা করেছিলেন মোট 13 জন মন্ত্রী বৃহস্পতিবার অর্থাৎ আজ শপথ নেন ৷ আজ 10 জন BJP তে যোগদানকারী বিধায়ক ছাড়া বাকি 3টি পদ BJP নেতাদের দেওয়া হবে ৷
![Minister list](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5974613_list.jpg)