ETV Bharat / bharat

কর্নাটকে দলত্যাগী 10 বিধায়কের মন্ত্রীপদে শপথ - Delhi

রবিবারের ঘোষণা অনুযায়ীই আজ শপথ নিলেন  BJP তে যোগ দেওয়া 10 দলত্যাগী বিধায়ক ৷ কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ছেড়ে যে সব বিধায়ক  BJP তে যোগ দিয়েছিলেন, তাঁরা মন্ত্রী পদ পাবেন, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ কথা মতোই আজ সকাল সাড়ে 10টায় রাজ ভবনে শপথ নেন তাঁরা ৷

karnataka CM B S Yediyurappa
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা
author img

By

Published : Feb 6, 2020, 9:55 AM IST

Updated : Feb 6, 2020, 2:51 PM IST

বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি : রবিবারের ঘোষণা অনুযায়ীই আজ কর্নাটকের মন্ত্রী হিসেবে শপথ নিলেন BJP তে যোগ দেওয়া 10 দলত্যাগী বিধায়ক ৷ কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ছেড়ে যে সব বিধায়ক BJP তে যোগ দিয়েছিলেন, তাঁরা মন্ত্রী পদ পাবেন, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ কথা মতোই আজ সকাল সাড়ে 10টায় রাজভবনে শপথ নিলেন নতুন 10 জন ৷

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, ‘‘ উমেশ কাট্টিকে মন্ত্রিত্ব পদ দেওয়া হবেই ৷ আমরা মহেশ কুমাথালির সঙ্গেও কথা বলছি ৷ তাঁকে আপাতত মন্ত্রী করা না হলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ আপাতত যে সব নেতা দলত্য়াগ করে BJP-তে যোগ দিয়েছেন, তাঁরাই মন্ত্রীপদে বসবেন ৷ বাকি সিদ্ধান্ত দিল্লিতে দলীয় বৈঠক থেকে ফেরার পরই নেওয়া হবে ৷ ’’

কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ছেড়ে 13জন বিধায়ক গত জুলাই মাসে BJPতে যোগ দেওয়ায় কর্নাটকে ক্ষমতায় আসে BJP ৷ মন্ত্রিসভার 34টি আসনের মধ্যে 18 টি পদ পূরণ হলেও খালি ছিল 16টি পদ ৷ রবিবার ইয়েদুরাপ্পা ঘোষণা করেছিলেন মোট 13 জন মন্ত্রী বৃহস্পতিবার অর্থাৎ আজ শপথ নেন ৷ আজ 10 জন BJP তে যোগদানকারী বিধায়ক ছাড়া বাকি 3টি পদ BJP নেতাদের দেওয়া হবে ৷

Minister list
প্রকাশিত শপথ তালিকা

বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি : রবিবারের ঘোষণা অনুযায়ীই আজ কর্নাটকের মন্ত্রী হিসেবে শপথ নিলেন BJP তে যোগ দেওয়া 10 দলত্যাগী বিধায়ক ৷ কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ছেড়ে যে সব বিধায়ক BJP তে যোগ দিয়েছিলেন, তাঁরা মন্ত্রী পদ পাবেন, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ কথা মতোই আজ সকাল সাড়ে 10টায় রাজভবনে শপথ নিলেন নতুন 10 জন ৷

মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, ‘‘ উমেশ কাট্টিকে মন্ত্রিত্ব পদ দেওয়া হবেই ৷ আমরা মহেশ কুমাথালির সঙ্গেও কথা বলছি ৷ তাঁকে আপাতত মন্ত্রী করা না হলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে ৷’’ তিনি আরও বলেন, ‘‘ আপাতত যে সব নেতা দলত্য়াগ করে BJP-তে যোগ দিয়েছেন, তাঁরাই মন্ত্রীপদে বসবেন ৷ বাকি সিদ্ধান্ত দিল্লিতে দলীয় বৈঠক থেকে ফেরার পরই নেওয়া হবে ৷ ’’

কংগ্রেস-জনতা দল (সেকুলার) জোট ছেড়ে 13জন বিধায়ক গত জুলাই মাসে BJPতে যোগ দেওয়ায় কর্নাটকে ক্ষমতায় আসে BJP ৷ মন্ত্রিসভার 34টি আসনের মধ্যে 18 টি পদ পূরণ হলেও খালি ছিল 16টি পদ ৷ রবিবার ইয়েদুরাপ্পা ঘোষণা করেছিলেন মোট 13 জন মন্ত্রী বৃহস্পতিবার অর্থাৎ আজ শপথ নেন ৷ আজ 10 জন BJP তে যোগদানকারী বিধায়ক ছাড়া বাকি 3টি পদ BJP নেতাদের দেওয়া হবে ৷

Minister list
প্রকাশিত শপথ তালিকা
Jaipur (Rajasthan), Feb 06 (ANI): Walled-city of Jaipur formally was accorded World Heritage City status. UNESCO Director-General Audrey Azoulay on February 05 presented the World Heritage certificate to state's Urban Development and Housing (UDH) Minister Shanti Dhariwal.

Last Updated : Feb 6, 2020, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.