ETV Bharat / bharat

10টি অনুষ্ঠান, একগুচ্ছ সম্মান, দ্বিপাক্ষিক বৈঠক; অ্যামেরিকা সফর প্রধানমন্ত্রীর - Narendra Modi

22 সেপ্টেম্বর "হাউডি মোদি"-তে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ এই সফরে প্রধানমন্ত্রীর সফরে দু'বার কথা হবে অ্যামেরিকার প্রেসিডেন্টের ৷

10টি অনুষ্ঠান, একগুচ্ছ সম্মান, বহুপাক্ষিক-দ্বিপাক্ষিক বৈঠকে জমজমাট মোদির অ্যামেরিকা সফর
author img

By

Published : Sep 20, 2019, 8:52 PM IST

Updated : Sep 22, 2019, 8:06 AM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : চলতি সপ্তাহেই রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন ৷ সেখানেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দু’বার কথা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পরিবেশ, বিশ্ব উষ্ণায়ন ও বিশ্ব স্বাস্থ্য নিয়ে কথা তো হবেই ৷ কথা হবে শক্তি ও নীতিনির্ধারণ নিয়ে ৷ কথা হতে পারে কাশ্মীর ইশু নিয়েও ৷ 20টি দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে এই অধিবেশনে ৷

আগামীকাল অ্যামেরিকা সফরে পাড়ি দেবেন মোদি ৷ গন্তব্য হিউস্টন ও নিউ ইয়র্ক ৷ 16টি প্রধান শক্তি সংস্থার চিফ এগজ়িকিউটিভ অফিসারের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসার কথা তাঁর ৷ এর মধ্যে রয়েছে এক্সন মোবাইল ও BP ৷ "এনার্জি ক্যাপিটাল" অর্থাৎ শক্তির রাজধানী হিউস্টনেই হবে বৈঠক ৷

বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, ''ভারত-অ্যামেরিকা বাণিজ্যিক সম্পর্কের অন্যতম উল্লেখযোগ্য দিক হল শক্তি ৷ ভারত প্রায় 800 কোটি ডলারের তেল ও গ্যাস আমদানি করছে অ্যামেরিকা থেকে ৷ ভারত যে এ বিষয়ে একটা বিশাল বাজার, আলোচনার লক্ষ্য শুধু সেটা বুঝিয়ে দেওয়াই নয়, এছাড়াও এই বিষয়ক অর্থনৈতিক এলাকায় কী কী সুবিধা রয়েছে, কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা যেতে পারে, আলোচনা হবে তা নিয়েও ৷''

22 সেপ্টেম্বর মোদির সঙ্গে যোগ দেবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ সেই বহু প্রতীক্ষিত "হাউডি মোদি" ৷ এই অনুষ্ঠানে কোনও ঘোষণা হতে পারে কি না, সে প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ''হতে পারে । '' কাজেই কূটনৈতিক সম্পর্কে অন্য মাত্রা পেতে চলেছে এই আলোচনা ৷ ভারতীয় সময় রাত সাড়ে 8টা থেকে শুরু হবে এই সভা । চলবে রাত সাড়ে 11টা পর্যন্ত। এই সভায় মার্কিন প্রেসিডেন্টেরও যোগ দেওয়ার কথা । 50 হাজার দর্শকের মধ্যে বেশিরভাই যে ইন্দো-অ্যামেরিকান ৷ প্রথম বার কোনও অ্যামেরিকার প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সমাবেশে যোগ দিচ্ছেন ৷ ঐতিহাসিক হতে চলা এই সমাবেশ রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ 2020 সালে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ ভোটদাতাদের বড় অংশই যে ভারতীয় বংশোদ্ভূত ৷

এই নিয়ে তৃতীয় বার ৷ 2014 সালে ম্যাডিসন স্কয়্যার, 2015 সালে সান খোসের পর এবার হিউস্টন ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর নিজস্ব ঘরানা বজায় রেখেই ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকানদের কাছে পৌঁছাবেন এবারও ৷

বিদেশমন্ত্রী এস জয়শংকর এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বলেন, ''এটা ইন্দো-অ্যামেরিকানদের কাছে একটা বিশাল ব্যাপার ৷ কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন ৷ বোঝাই যাচ্ছে ইন্দো-অ্যামেরিকানদের ভূমিকা ওই দেশের রাজনীতিতে কতটা জরুরি ৷'' ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকানরা কী ভাবে আমেরিকার সমৃদ্ধিতে এবং দু’দেশের সম্পর্ককে মজবুত করতে সাহায্য করছেন, আলোচনায় এ কথাও উঠে আসবে বলে জানান তিনি ৷

23 তারিখ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জলবায়ু পরিবর্তনের শীর্ষ সম্মেলনে মহাসচিব আন্তোনিও গেতেরেসের দরবারে মোদি বক্তব্য পেশ করবেন ৷ উন্নয়নের গতিপ্রকৃতি, উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক স্তর থেকে এই নিয়ে কী ধরনের সাহায্য প্রত্যাশা করা হচ্ছে, তা নিয়ে বলবেন মোদি ৷ বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলনে আয়ুষ্মান ভারতের প্রসঙ্গের গুরুত্বও তুলে ধরবেন প্রধানমন্ত্রী ৷

সন্ত্রাসদমন ও হিংসা রুখতে নীতি সংক্রান্ত বৈঠকের দায়িত্বে রাষ্ট্রসংঘের মহাসচিব, জর্ডনের রাজা, ফরাসি প্রেসিডেন্ট, নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ৷ সেই বৈঠকে রাষ্ট্রনেতা হিসেবে বক্তৃতা পেশ করবেন প্রধানমন্ত্রী ৷

মোদি তাঁর ভাবনা ভাগ করে নেবেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, কেনিয়া ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ৷ মোদি নিজেও তাঁর সাম্প্রতিক সফর মালদ্বীপ ও শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে বারবার সন্ত্রাস দমনের বিষয়টিতে জোর দিয়েছেন ৷ উঠে আসবে সেই প্রসঙ্গও ৷

মঙ্গলবার বৈঠক ট্রাম্প এবং মোদির ৷ মনে করা হচ্ছে, দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে উঠে আসবে বাণিজ্য থেকে সন্ত্রাসদমন, প্রতিরক্ষা থেকে নিরাপত্তা ও ভারত-পাকিস্তান সম্পর্কের চাপানউতরের দিকগুলিও ৷ এছাড়াও ইন্দো-প্রশান্তসাগরীয় এলাকা এবং আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ায় অস্থিরতার বিষয়টিও উঠে আসার কথা আলোচনায় ৷ চলতি বছরেই ওসাকায় জি-20 শীর্ষ সম্মেলন এবং জি-7 বিয়াত্রিজ শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ৷ অগাস্টে ফ্রান্সে জি-7 বৈঠকের ফাঁকে পার্শ্ববৈঠকে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প ও মোদি ।

"নেতৃত্বই আসল কথা বলে-সাম্প্রতিক সময়ে গান্ধির গুরুত্ব" শীর্ষক আলোচনায় অংশ নেবেন কোরিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশ, নিউজ়িল্যান্ড, জা়মাইকা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও গেতেরেস ৷ গান্ধির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রসংঘে এই আলোচনার বিষয়টি বাছাই করা হয়েছে ৷ রাষ্ট্রসংঘের সদর দপ্তরের ছাদে গান্ধি সৌর উদ্যানের উদ্বোধন করা হবে ৷ 10 লাখ ডলার অনুদানও দেওয়া হয়েছে ভারতকে ৷ রাষ্ট্রসংঘের তরফে ডাকটিকিট প্রকাশিত হবে গান্ধির স্মৃতিতে ৷ নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি চত্বরে গান্ধি শান্তি উদ্যানের উদ্বোধন করা হবে, যেখানে গান্ধিজির স্মৃতিতে 150টি গাছ রোপণ করা হয়েছে ৷

এই একই দিনে লিঙ্কন সেন্টার অফ পারফরমিং আর্টসে বিল ও মিলিন্দা গেটস ফাউন্ডেশন "গ্লোবাল গোলকিপার গোল অ্যাওয়ার্ড" তুলে দেবে প্রধানমন্ত্রীর হাতে ৷ প্রতি বছরই বিশেষ ধরনের 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল' বা লক্ষ্যপূরণের কারণে কোনও না কোনও রাষ্ট্রপ্রধানকে এই পুরস্কার প্রদান করা হয় ৷ এর আগে নরওয়ের প্রধানমন্ত্রী ও লিবেরিয়ার প্রেসিডেন্ট এই সম্মান পেয়েছেন ৷ বিজয় গোখলে বলেন, ''স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেশকে অন্য একটা পথ দেখানোই মোদির পুরস্কারপ্রাপ্তির অন্যতম কারণ ৷''

25 সেপ্টেম্বর ব্লুমবার্গ গ্লোবাল বিজ়নেস ফোরামে মোদি বক্তব্য পেশ করবেন ৷ নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র ও শিল্পপতি মাইক ব্লুমবার্গের সঙ্গে কথোপকথন হবে তাঁর ৷ বিনিয়োগ ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও কথা হবে ৷ জেপি মর্গ্যান, লকহিড মার্টিন, অ্যামেরিকান টাওয়ার কর্পোরেশন, ব্যাঙ্ক অফ অ্যামেরিকা, অ্যামেরিকান টাওয়ার কর্পোরেশন, মাস্টার কার্ড, ওয়ালমার্টের মতো 40টি সংস্থার সঙ্গে গোলটেবিল বৈঠকে কথা হওয়ার কথা ৷

2014 সালের পর দ্বিতীয় বারের মতো আগামী 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদি ৷ রাজনীতিতে বহুপাক্ষিকতার বিষয়ে কথা হবে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপত্যকার পরিস্থিতি, কাশ্মীর ইশু নিয়ে বক্তব্য রাখতে পারেন ৷ বিদেশমন্ত্রী জয়শংকর যদিও বলেছেন, বিভিন্ন ইশুর মধ্যে সন্ত্রাসদমন একটি ৷ কিন্তু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের কী ভূমিকা, কথা হবে তা নিয়ে ৷ অভ্যন্তরীণ বিষয় নিয়ে ঠিক নয় ৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন কাশ্মীর ইশুতে পাকিস্তান প্রসঙ্গে বলেন, ''মূল ধারার সন্ত্রাসবাদে পাকিস্তানকে দেখা গিয়েছে আগেও ৷ এবার বিদ্বেষমূলক মন্তব্যকেও মূল ধারায় নিয়ে আসতে পারে তারা? এমনটাই কী?''

24 তারিখে নিউ ইয়র্কে মোদি ইন্দো-পেসিফিক আইল্যান্ড স্টেটের রাষ্ট্রপ্রধানের শীর্ষ সম্মেলনে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ 14টি ক্যারিবীয় দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলা ছাড়াও কথা হবে 'সাউথ-সাউথ কোঅপারেশন' নিয়ে ৷ এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় হলে বেশ কিছু দেশের প্রতিনিধিরা তা রুখতে একযোগে কাজ করা অর্থাৎ ডিজ়াস্টার রিসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারের ভার্চুয়াল নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়েও আলোচনা হবে ৷ ভারতের তরফে এটি ঘোষণা করা হবে ৷ প্রযুক্তি, অভিজ্ঞতা, অর্থ দিয়ে সাহায্যের বিষয়টিই মূলত উঠে আসবে৷ এ ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শংকর, রাষ্ট্রমন্ত্রী ভি মূরলীধরন NAM, SAARC, কমনওয়েলথ্ গোষ্ঠী, CICA ও BRICS-এর সঙ্গে সংযোগ রাখবেন গোটা সফরজুড়ে ৷

দিল্লি, 20 সেপ্টেম্বর : চলতি সপ্তাহেই রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন ৷ সেখানেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দু’বার কথা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পরিবেশ, বিশ্ব উষ্ণায়ন ও বিশ্ব স্বাস্থ্য নিয়ে কথা তো হবেই ৷ কথা হবে শক্তি ও নীতিনির্ধারণ নিয়ে ৷ কথা হতে পারে কাশ্মীর ইশু নিয়েও ৷ 20টি দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে এই অধিবেশনে ৷

আগামীকাল অ্যামেরিকা সফরে পাড়ি দেবেন মোদি ৷ গন্তব্য হিউস্টন ও নিউ ইয়র্ক ৷ 16টি প্রধান শক্তি সংস্থার চিফ এগজ়িকিউটিভ অফিসারের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসার কথা তাঁর ৷ এর মধ্যে রয়েছে এক্সন মোবাইল ও BP ৷ "এনার্জি ক্যাপিটাল" অর্থাৎ শক্তির রাজধানী হিউস্টনেই হবে বৈঠক ৷

বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, ''ভারত-অ্যামেরিকা বাণিজ্যিক সম্পর্কের অন্যতম উল্লেখযোগ্য দিক হল শক্তি ৷ ভারত প্রায় 800 কোটি ডলারের তেল ও গ্যাস আমদানি করছে অ্যামেরিকা থেকে ৷ ভারত যে এ বিষয়ে একটা বিশাল বাজার, আলোচনার লক্ষ্য শুধু সেটা বুঝিয়ে দেওয়াই নয়, এছাড়াও এই বিষয়ক অর্থনৈতিক এলাকায় কী কী সুবিধা রয়েছে, কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা যেতে পারে, আলোচনা হবে তা নিয়েও ৷''

22 সেপ্টেম্বর মোদির সঙ্গে যোগ দেবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ সেই বহু প্রতীক্ষিত "হাউডি মোদি" ৷ এই অনুষ্ঠানে কোনও ঘোষণা হতে পারে কি না, সে প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ''হতে পারে । '' কাজেই কূটনৈতিক সম্পর্কে অন্য মাত্রা পেতে চলেছে এই আলোচনা ৷ ভারতীয় সময় রাত সাড়ে 8টা থেকে শুরু হবে এই সভা । চলবে রাত সাড়ে 11টা পর্যন্ত। এই সভায় মার্কিন প্রেসিডেন্টেরও যোগ দেওয়ার কথা । 50 হাজার দর্শকের মধ্যে বেশিরভাই যে ইন্দো-অ্যামেরিকান ৷ প্রথম বার কোনও অ্যামেরিকার প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সমাবেশে যোগ দিচ্ছেন ৷ ঐতিহাসিক হতে চলা এই সমাবেশ রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কারণ 2020 সালে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ৷ ভোটদাতাদের বড় অংশই যে ভারতীয় বংশোদ্ভূত ৷

এই নিয়ে তৃতীয় বার ৷ 2014 সালে ম্যাডিসন স্কয়্যার, 2015 সালে সান খোসের পর এবার হিউস্টন ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর নিজস্ব ঘরানা বজায় রেখেই ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকানদের কাছে পৌঁছাবেন এবারও ৷

বিদেশমন্ত্রী এস জয়শংকর এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বলেন, ''এটা ইন্দো-অ্যামেরিকানদের কাছে একটা বিশাল ব্যাপার ৷ কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন ৷ বোঝাই যাচ্ছে ইন্দো-অ্যামেরিকানদের ভূমিকা ওই দেশের রাজনীতিতে কতটা জরুরি ৷'' ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকানরা কী ভাবে আমেরিকার সমৃদ্ধিতে এবং দু’দেশের সম্পর্ককে মজবুত করতে সাহায্য করছেন, আলোচনায় এ কথাও উঠে আসবে বলে জানান তিনি ৷

23 তারিখ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জলবায়ু পরিবর্তনের শীর্ষ সম্মেলনে মহাসচিব আন্তোনিও গেতেরেসের দরবারে মোদি বক্তব্য পেশ করবেন ৷ উন্নয়নের গতিপ্রকৃতি, উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক স্তর থেকে এই নিয়ে কী ধরনের সাহায্য প্রত্যাশা করা হচ্ছে, তা নিয়ে বলবেন মোদি ৷ বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলনে আয়ুষ্মান ভারতের প্রসঙ্গের গুরুত্বও তুলে ধরবেন প্রধানমন্ত্রী ৷

সন্ত্রাসদমন ও হিংসা রুখতে নীতি সংক্রান্ত বৈঠকের দায়িত্বে রাষ্ট্রসংঘের মহাসচিব, জর্ডনের রাজা, ফরাসি প্রেসিডেন্ট, নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ৷ সেই বৈঠকে রাষ্ট্রনেতা হিসেবে বক্তৃতা পেশ করবেন প্রধানমন্ত্রী ৷

মোদি তাঁর ভাবনা ভাগ করে নেবেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, কেনিয়া ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ৷ মোদি নিজেও তাঁর সাম্প্রতিক সফর মালদ্বীপ ও শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে বারবার সন্ত্রাস দমনের বিষয়টিতে জোর দিয়েছেন ৷ উঠে আসবে সেই প্রসঙ্গও ৷

মঙ্গলবার বৈঠক ট্রাম্প এবং মোদির ৷ মনে করা হচ্ছে, দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে উঠে আসবে বাণিজ্য থেকে সন্ত্রাসদমন, প্রতিরক্ষা থেকে নিরাপত্তা ও ভারত-পাকিস্তান সম্পর্কের চাপানউতরের দিকগুলিও ৷ এছাড়াও ইন্দো-প্রশান্তসাগরীয় এলাকা এবং আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ায় অস্থিরতার বিষয়টিও উঠে আসার কথা আলোচনায় ৷ চলতি বছরেই ওসাকায় জি-20 শীর্ষ সম্মেলন এবং জি-7 বিয়াত্রিজ শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ৷ অগাস্টে ফ্রান্সে জি-7 বৈঠকের ফাঁকে পার্শ্ববৈঠকে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প ও মোদি ।

"নেতৃত্বই আসল কথা বলে-সাম্প্রতিক সময়ে গান্ধির গুরুত্ব" শীর্ষক আলোচনায় অংশ নেবেন কোরিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশ, নিউজ়িল্যান্ড, জা়মাইকা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও গেতেরেস ৷ গান্ধির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রসংঘে এই আলোচনার বিষয়টি বাছাই করা হয়েছে ৷ রাষ্ট্রসংঘের সদর দপ্তরের ছাদে গান্ধি সৌর উদ্যানের উদ্বোধন করা হবে ৷ 10 লাখ ডলার অনুদানও দেওয়া হয়েছে ভারতকে ৷ রাষ্ট্রসংঘের তরফে ডাকটিকিট প্রকাশিত হবে গান্ধির স্মৃতিতে ৷ নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি চত্বরে গান্ধি শান্তি উদ্যানের উদ্বোধন করা হবে, যেখানে গান্ধিজির স্মৃতিতে 150টি গাছ রোপণ করা হয়েছে ৷

এই একই দিনে লিঙ্কন সেন্টার অফ পারফরমিং আর্টসে বিল ও মিলিন্দা গেটস ফাউন্ডেশন "গ্লোবাল গোলকিপার গোল অ্যাওয়ার্ড" তুলে দেবে প্রধানমন্ত্রীর হাতে ৷ প্রতি বছরই বিশেষ ধরনের 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল' বা লক্ষ্যপূরণের কারণে কোনও না কোনও রাষ্ট্রপ্রধানকে এই পুরস্কার প্রদান করা হয় ৷ এর আগে নরওয়ের প্রধানমন্ত্রী ও লিবেরিয়ার প্রেসিডেন্ট এই সম্মান পেয়েছেন ৷ বিজয় গোখলে বলেন, ''স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেশকে অন্য একটা পথ দেখানোই মোদির পুরস্কারপ্রাপ্তির অন্যতম কারণ ৷''

25 সেপ্টেম্বর ব্লুমবার্গ গ্লোবাল বিজ়নেস ফোরামে মোদি বক্তব্য পেশ করবেন ৷ নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র ও শিল্পপতি মাইক ব্লুমবার্গের সঙ্গে কথোপকথন হবে তাঁর ৷ বিনিয়োগ ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও কথা হবে ৷ জেপি মর্গ্যান, লকহিড মার্টিন, অ্যামেরিকান টাওয়ার কর্পোরেশন, ব্যাঙ্ক অফ অ্যামেরিকা, অ্যামেরিকান টাওয়ার কর্পোরেশন, মাস্টার কার্ড, ওয়ালমার্টের মতো 40টি সংস্থার সঙ্গে গোলটেবিল বৈঠকে কথা হওয়ার কথা ৷

2014 সালের পর দ্বিতীয় বারের মতো আগামী 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদি ৷ রাজনীতিতে বহুপাক্ষিকতার বিষয়ে কথা হবে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উপত্যকার পরিস্থিতি, কাশ্মীর ইশু নিয়ে বক্তব্য রাখতে পারেন ৷ বিদেশমন্ত্রী জয়শংকর যদিও বলেছেন, বিভিন্ন ইশুর মধ্যে সন্ত্রাসদমন একটি ৷ কিন্তু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের কী ভূমিকা, কথা হবে তা নিয়ে ৷ অভ্যন্তরীণ বিষয় নিয়ে ঠিক নয় ৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন কাশ্মীর ইশুতে পাকিস্তান প্রসঙ্গে বলেন, ''মূল ধারার সন্ত্রাসবাদে পাকিস্তানকে দেখা গিয়েছে আগেও ৷ এবার বিদ্বেষমূলক মন্তব্যকেও মূল ধারায় নিয়ে আসতে পারে তারা? এমনটাই কী?''

24 তারিখে নিউ ইয়র্কে মোদি ইন্দো-পেসিফিক আইল্যান্ড স্টেটের রাষ্ট্রপ্রধানের শীর্ষ সম্মেলনে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ 14টি ক্যারিবীয় দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলা ছাড়াও কথা হবে 'সাউথ-সাউথ কোঅপারেশন' নিয়ে ৷ এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় হলে বেশ কিছু দেশের প্রতিনিধিরা তা রুখতে একযোগে কাজ করা অর্থাৎ ডিজ়াস্টার রিসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারের ভার্চুয়াল নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়েও আলোচনা হবে ৷ ভারতের তরফে এটি ঘোষণা করা হবে ৷ প্রযুক্তি, অভিজ্ঞতা, অর্থ দিয়ে সাহায্যের বিষয়টিই মূলত উঠে আসবে৷ এ ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শংকর, রাষ্ট্রমন্ত্রী ভি মূরলীধরন NAM, SAARC, কমনওয়েলথ্ গোষ্ঠী, CICA ও BRICS-এর সঙ্গে সংযোগ রাখবেন গোটা সফরজুড়ে ৷

Mumbai, Sep 20 (ANI): Market Expert Sunil Shah on September 20 shared his views on the zooming of stock market after Union Finance Minister Nirmala Sitharaman announced a slew of measures ahead of GST council meet. Hailing the Finance Minister's announcements, he said that slashing of corporate tax rate is a positive step for the corporate market and the capital market, and that the move will also encourage the companies to invest in the market. Earlier in the day, the Finance Minister made several announcements for the corporate sector in a press briefing. She announced cuts in corporation tax among a series of announcements. Sitharaman said the total revenue forgone on account of today's measures would be Rs 1.45 trillion per year.
Last Updated : Sep 22, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.