ETV Bharat / bharat

সীমান্তে গুলি পাকিস্তানের , ভারতের জবাবে নিহত পাকিস্তানি জওয়ান - retaliation by Indian army

ভারতীয় সেনার পালটা জবাবে 1 পাকিস্তানি জওয়ান নিহত ও গুরুতর জখম হল 8 জন ৷ জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিনা প্ররোচনায় পাকিস্তান গুলি বর্ষণ করে ৷ সোমবার ভারত তার পালটা জবাব দিলে একজন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয় ৷

retaliation by Indian army
ভারতীয় সেনার পাল্টা জবাব
author img

By

Published : Jul 27, 2020, 10:52 PM IST

জম্মু , 27 জুলাই : ভারতীয় সেনার পালটা জবাবে এক পাকিস্তানি সেনা নিহত ৷ বিনা প্ররোচনায় পাকিস্তান জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ শুরু করলে ভারত তার পালটা জবাব দেয় ৷ এর ফলে 1 জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এছাড়া ভারতীয় সেনার পালটা জবাবে কমপক্ষে 8 জন পাকিস্তানি সেনা আহত হয় ৷ সোমবার জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি স্থান বারবার পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার চেষ্টা করা হয় বলে সেনা সূত্রে জানা গিয়েছে৷

ভারতীয় সীমান্তের একাধিক সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গুলি বর্ষণ করে ৷ পালটা ভারতীয় জওয়ানরা জবাব দিলে 1 জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয় এবং 8 জন গুরুতর জখম হয়েছে ৷ এর আগে 23 জুলাই পুঞ্চ ও কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় পাকিস্তানের দিক থেকে গুলি, মর্টার উড়ে আসে ৷ এর ফলে এক স্থানীয় নাগরিক গুরুতর জখম হয় ৷ অনুরূপ আর একটি ঘটনায়, পাকিস্তান পুঞ্চ জেলার কাসবা সেক্টরেও নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোটো অস্ত্র এবং মর্টার দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করে। পাকিস্তান সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন করার চেষ্টার ফলে সীমান্তে এবছর মোট 21 জন নাগরিকের মৃত্যু ও 94 জন আহত হয় ৷

পাকিস্তান একতরফা ভাবে বারবার সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে ৷ পাকিস্তানের সেনারা ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাবর্ষণ করার সঙ্গে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে ৷

জম্মু , 27 জুলাই : ভারতীয় সেনার পালটা জবাবে এক পাকিস্তানি সেনা নিহত ৷ বিনা প্ররোচনায় পাকিস্তান জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ শুরু করলে ভারত তার পালটা জবাব দেয় ৷ এর ফলে 1 জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এছাড়া ভারতীয় সেনার পালটা জবাবে কমপক্ষে 8 জন পাকিস্তানি সেনা আহত হয় ৷ সোমবার জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি স্থান বারবার পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার চেষ্টা করা হয় বলে সেনা সূত্রে জানা গিয়েছে৷

ভারতীয় সীমান্তের একাধিক সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গুলি বর্ষণ করে ৷ পালটা ভারতীয় জওয়ানরা জবাব দিলে 1 জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয় এবং 8 জন গুরুতর জখম হয়েছে ৷ এর আগে 23 জুলাই পুঞ্চ ও কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় পাকিস্তানের দিক থেকে গুলি, মর্টার উড়ে আসে ৷ এর ফলে এক স্থানীয় নাগরিক গুরুতর জখম হয় ৷ অনুরূপ আর একটি ঘটনায়, পাকিস্তান পুঞ্চ জেলার কাসবা সেক্টরেও নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোটো অস্ত্র এবং মর্টার দিয়ে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করে। পাকিস্তান সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন করার চেষ্টার ফলে সীমান্তে এবছর মোট 21 জন নাগরিকের মৃত্যু ও 94 জন আহত হয় ৷

পাকিস্তান একতরফা ভাবে বারবার সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে ৷ পাকিস্তানের সেনারা ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাবর্ষণ করার সঙ্গে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.