ETV Bharat / bharat

নৌসেনার নির্মীয়মাণ যুদ্ধজাহাজে আগুন, মৃত 1 - Major Fire At Under-Construction Navy Warship In Mumbai, 1 Feared Trapped

মুম্বইয়ে নির্মীয়মাণ যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন । যার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের । মৃতের নাম ব্রজেশ কুমার (23) ।

নির্মীয়মাণ যুদ্ধজাহাজে আগুন
author img

By

Published : Jun 21, 2019, 9:08 PM IST

Updated : Jun 21, 2019, 11:21 PM IST

মুম্বই, 21 জুন : মুম্বইয়ে নির্মীয়মাণ যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন । যার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের । মৃতের নাম ব্রজেশ কুমার (23) । তিনি ওই যুদ্ধজাহাজে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন । মহারাষ্ট্রের মাজ়গাঁও বন্দরে ওই যুদ্ধজাহাজটিতে আগুন লাগে ।

দমকলের মুখ্য আধিকারিক P S রাহাঙ্গডেল বলেন, নির্মীয়মাণ INS বিশাখাপটনম যুদ্ধজাহাজের দ্বিতীয় ডেকে সন্ধে 5 টা 44 মিনিটে আগুন দেখা যায় । দমকলের আটটি ইঞ্জিন ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থানে এসেছে । তিনি আরও বলেন, আগুন খুব দ্রুত জাহাজের দ্বিতীয় ডেক থেকে তৃতীয় ডেকে ছড়িয়ে পড়ে । জাহাজ ধোঁয়ায় ছেয়ে গেছে । দমকল কর্মীদের পাশাপাশি বন্দরের অগ্নিনির্বাপণ কর্মীরাও আগুন নেভানোর কাজ করছেন ।

অন্য এক দমকল অধিকর্তা জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।

মাজ়গাঁও বন্দরে একমাত্র সাবমেরিন তৈরির সুবিধা আছে । 2021 সালে বিশাখাপটনম যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে ।

মুম্বই, 21 জুন : মুম্বইয়ে নির্মীয়মাণ যুদ্ধজাহাজে ভয়াবহ আগুন । যার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের । মৃতের নাম ব্রজেশ কুমার (23) । তিনি ওই যুদ্ধজাহাজে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন । মহারাষ্ট্রের মাজ়গাঁও বন্দরে ওই যুদ্ধজাহাজটিতে আগুন লাগে ।

দমকলের মুখ্য আধিকারিক P S রাহাঙ্গডেল বলেন, নির্মীয়মাণ INS বিশাখাপটনম যুদ্ধজাহাজের দ্বিতীয় ডেকে সন্ধে 5 টা 44 মিনিটে আগুন দেখা যায় । দমকলের আটটি ইঞ্জিন ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থানে এসেছে । তিনি আরও বলেন, আগুন খুব দ্রুত জাহাজের দ্বিতীয় ডেক থেকে তৃতীয় ডেকে ছড়িয়ে পড়ে । জাহাজ ধোঁয়ায় ছেয়ে গেছে । দমকল কর্মীদের পাশাপাশি বন্দরের অগ্নিনির্বাপণ কর্মীরাও আগুন নেভানোর কাজ করছেন ।

অন্য এক দমকল অধিকর্তা জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।

মাজ়গাঁও বন্দরে একমাত্র সাবমেরিন তৈরির সুবিধা আছে । 2021 সালে বিশাখাপটনম যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে ।

Kullu (Himachal Pradesh), Jun 20 (ANI): At least 15 people died after a private bus fell into a deep gorge near Banjar area of Kullu district in Himachal Pradesh. Around 25 people were injured. Rescue operation is underway. The bus carrying around 50 passengers was on its way from Banjar to Gadagushani area. More details are awaited.
Last Updated : Jun 21, 2019, 11:21 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.